ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

চলচ্চিত্র নির্মাতা পি এ কাজল আর নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, মে ২৪, ২০১৭
চলচ্চিত্র নির্মাতা পি এ কাজল আর নেই

চলচ্চিত্র নির্মাতা পি এ কাজল মারা গেছেন। বুধবার (২৪ মে) রাত ১২টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ খবর নিশ্চিত করেছেন তার সন্তান ছইয়ন।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতেও নেওয়া হয়েছিলো।

সবশেষ কাজল রায়ের বাজারের জেড এইচ শিকদার উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

‘এক টাকার বউ’, ‘আমার প্রাণের স্বামী’, ‘স্বামী-স্ত্রীর ওয়াদা’, ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’, ‘মুক্তি’, ‘গণ দুশমন’, ‘ভণ্ড ওঝা’, ‘ভালোবাসা আজকাল’, ‘চোখের দেখা’ প্রভৃতি ছবিগুলো নির্মাণ করে খ্যাতি পেয়েছিলেন তিনি। গুণী এই নির্মাতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে।
 

পি এ কাজল কাজ শুরু করেন প্রয়াত চাষী নজরুল ইসলামের সহকারী হিসেবে। তার প্রথম চলচ্চিত্র ‘সাব্বাশ বাঙালি’। ১৯৯১ সালে ‘গোধূলী’র জন্য তিনি শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পি এ কাজল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ ডিগ্রি অর্জন করেছিলেন।

বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।