ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

হাতে তিন ছবি, তবু নাটকের সেটে পপি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, মে ২৫, ২০১৭
হাতে তিন ছবি, তবু নাটকের সেটে পপি! পপি, ছবি: বাংলানিউজ

জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে খবর সম্প্রতি প্রকাশ হয়। নতুন তথ্য হলো, নির্মাতা জাভেদ মিন্টু নিজেই ছবিটির নিশ্চয়তা দিতে পারছেন না। পপির দাবি,  ‘রাজপথে’ নামের ছবিটির শুটিং এরই মধ্যে শুরু হবে, চলছে গল্প লেখার কাজ। একইসঙ্গে আরও তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে বাংলানিউজকে জানান পপি। 

এদিকে পপি ব্যস্ত নাটকের শুটিং নিয়ে। দীর্ঘদিন পর হলেও চলচ্চিত্র নয়, নাটকেই ফিরেছেন তিনি।

‘মেন্টাল’ নামের নাটকটিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রীর বিপরীতে অভিনয় করছেন হাসান জাহাঙ্গীর। নাটকের তথ্য দিলেও ‘হাতে থাকা তিন ছবি’র ব্যাপারে মুখ খোলেননি পপি। তিনি বলেন, ‘সময় হলেই সব জানাবো। ’ 

২৪ মে দুপুরে বাংলানিউজের সঙ্গে কথা হয় পপির। তিনি বলেন, “সব সময় নাটকে কাজ করি না। ঈদকে সামনে রেখে মানসম্পন্ন কাজ করি। হাসান জাহাঙ্গীরের সঙ্গে আমার তিনটি নাটক হয়েছে। ওর সঙ্গে কাজ করতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি, এটি বেশ ভালো অভিজ্ঞতা। আর গল্পেও ভিন্নতা রয়েছে। সবকিছু মিলিয়েই কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি দর্শক নাটকটি দেখে আনন্দ পাবেন। ’

নাটকটির পরিচালক কায়সার আহমেদ বললেন, ‘২৩ মে শুটিং করেছি রাজধানীর হাতিরঝিলের প্রিয়াঙ্কা শুটিংস্পটে। সকাল থেকেই শুটিং সেটে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা পপি। কিছু অংশের কাজ হবে উত্তরায়। ’

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এসও/পিএএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।