ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

কানে আবেদনময়ী শ্রুতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, মে ২৫, ২০১৭
কানে আবেদনময়ী শ্রুতি শ্রুতি হাসান (ছবি: সংগৃহীত)

প্রথমবার কানের লালগালিচায় হেঁটেছেন বলিউড অভিনেত্রী শ্রুতি হাসান। বুধবার (২৪ মে) কালো রঙা একটি পোশাক পরে হাঁটেন তিনি। এতে বেশ আবেদনময়ী দেখাচ্ছিলো দক্ষিণের জনপ্রিয় এই অভিনেত্রীকে। এ ছাড়া শ্রুতির হীরার হার নজর কেড়েছে সবার। ৭০তম কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে তার আসন্ন ছবি ‘সংঘমিত্র’।

এর আগে সাদা রঙের পোশাক পরে সংবাদ সম্মেলন ও কানসৈকতে ফটোশুট করেন ৩১ বছর বয়সী এই অভিনেত্রী। কানের লালগালিচায় শ্রুতি একা হাঁটেননি।

তার সঙ্গে আরও ছিলেন প্রেমিক মাইকেল কোরসেল ও লেখক নিল জেইমান।

এদিকে, প্রেমিক ও লেখকের সঙ্গে মেয়ের তোলা একটি স্থিরচিত্র টুইটারে শেয়ার করেছেন অভিনেতা কমল হাসান। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার বাচ্চা তার অন্য হিরোদের সঙ্গে। ’

৭০তম কান চলচ্চিত্র উৎসবে ভারতীয়দের মধ্যে প্রথম হেঁটেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এরপর পর্যায়ক্রমে ঐশ্বরিয়া রাই বচ্চন, মল্লিকা শেরাওয়া, সোনম কাপুর ও অ্যামি জ্যাকসনকে দেখা যায়।  

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, মে ২৫, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।