ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

রাসেল আহমেদকে স্মরণ করবেন বন্ধু-সুহৃদরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, মে ২৫, ২০১৭
রাসেল আহমেদকে স্মরণ করবেন বন্ধু-সুহৃদরা রাসেল আহমেদ, ছবি: সংগৃহীত

প্রথম ছবিটির মুক্তি দেখে যেতে পারেননি নির্মাতা রাসেল আহমেদ। ১৫ মে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। অকালপ্রয়াত এই নির্মাতার মৃত্যু কাঁদিয়েছে বন্ধু-সুহৃদদের। 

সদ্যপ্রয়াত নির্মাতা রাসেল আহমেদের প্রতি শ্রদ্ধা জানাতে ‘স্মরণ বৈঠক’ অনুষ্ঠানের আয়োজন করেছেন তার বন্ধু ও সুহৃদরা। শুক্রবার (২৬ মে) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগের ছবির হাটে ( সোহরাওয়ার্দী উদ্যানের চারুকলা ইনিস্টিটিউট সংলগ্ন গেটের সামনে) হবে এই অনুষ্ঠান।

 

মা, মাটি ও মানুষের গল্প নিয়ে রাসেলের বানানো ‘নৃ’-এর টিজার এরই মধ্যে আলোচনায় এসেছে। ছবিটি তৈরিতে দীর্ঘসূত্রিতায় পড়েছিলেন তিনি। অবশ্য রাসেল বলতেন, “নৃ’ শুধু চলচ্চিত্র নয়, এটি একটি আন্দোলনও বটে। ' ছবিটির এখন সম্পাদনার টেবিলে।

রাসেল আহমেদ আগাগোড়া চলচ্চিত্রের মানুষ হলেও কিছু নাটকও তৈরি করেছিলেন। এর মধ্যে দেশটিভিতে প্রচারিত ‘ফ্লাইওভার’ দিয়ে নজর কেড়েছিলেন তিনি। এরপর ‘কনফেশন’সহ আরও কিছু নাটক বানালেও তার ধ্যানজ্ঞান ছিলো চলচ্চিত্র।  কে জানতো ৪০ বছরেই নিভে যাবে তার জীবনপ্রদীপ!

* প্রথম ছবি মুক্তির আগেই চিরবিদায় রাসেল আহমেদের

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।