ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

শাহরুখের জন্য ঘর ছাড়লো ছয় কিশোরী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, মে ২৫, ২০১৭
শাহরুখের জন্য ঘর ছাড়লো ছয় কিশোরী শাহরুখ খান (ছবি: সংগৃহীত)

পছন্দের তারকাকে একনজর দেখার জন্য কতো কিছুই না করে ভক্তরা। জীবন বিলিয়ে দেওয়ার রেকর্ডও আছে। এবার প্রিয় তারকা বলিউড অভিনেতা শাহরুখ খানকে দেখতে বাড়ি পালিয়েছে ভারতের নাসিক শহরের ছয় কিশোরী।

এ প্রসঙ্গে নাসিক পুলিশ জানান, মঙ্গলবার (২৩ মে) রাত থেকে নিখোঁজ হয় ওই ছয় কিশোরী। এই মর্মে থানায় সাধারণ ডায়েরি করে নিখোঁজের পরিবারের সদস্যরা।

ওদের বয়স ১২-১৫ মধ্যে। ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ তাদের কিং খানের বাড়ি ‘মান্নাত’-এর সামনে থেকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন।

পুলিশ আরও জানান, ওরা সেদিন সন্ধ্যায় দল বেঁধে বাড়ি থেকে বেরিয়ে জেলার কালোয়ান তালুকের বিখ্যাত নানদুরি মন্দিরের উদ্দেশে রওনা হয়। সেখান থেকে নাসিক রোড রেলস্টেশনে যায়। শতাব্দী এক্সপ্রেসে চড়ে চলে যায় দাদারে। এরপর পায়ে হেঁটে পৌঁছে যায় শাহরুখের বাড়ি ‘মান্নত’-এ। প্রিয় তারকার বাড়ির বাইরেই ওদের প্রতীক্ষা চলছিলো, একবার যদি কিং খানের মুখটা দেখা যায়!

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মে ২৫, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।