ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

শুটিংস্পটের কাছে প্রেমিকের অ্যাপার্টমেন্ট, তাই…

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, মে ২৭, ২০১৭
শুটিংস্পটের কাছে প্রেমিকের অ্যাপার্টমেন্ট, তাই… রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)

একই ছাদের নিচে থাকতে শুরু করেছেন রণবীর সিং-দীপিকা পাড়ুকোন। অবশ্য এর জন্য একটি অজুহাত সামনে পেয়েছেন তারা। প্রেমিকের অ্যাপার্টমেন্টের কাছে শুটিংস্পট হওয়ায় এমন সুবিধে নিচ্ছেন দীপিকা।

মুম্বাইয়ে যেখানে ‘পদ্মাবতী’র শুটিং চলছে, সেটি রণবীরের অ্যাপার্টমেন্টের বেশ কাছে। এ কারণে পরিচালক সঞ্জয়লীলা বানশালী চেয়েছেন দীপিকা রণবীরের বাড়িতেই থাকুক।

তাই না চাইলেও সহশিল্পী ও প্রেমিকের বাড়িতে গিয়ে উঠতে হয়েছে বলিউডের এই অভিনেত্রীকে।

রণবীর সিং (ছবি: সংগৃহীত)এদিকে শোনা যাচ্ছে অন্য খবর। ছবিটির দৃশ্যধারণ করতে গিয়ে কপালে চোট পেয়েছেন রণবীর।

শুক্রবার (২৬ মে) ছবির দৃশ্যধারণের সময় এ ঘটনা ঘটে। এতে পাত্তা না নিয়ে কাজ শেষ করেন ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা। ভালোই হলো, দীপিকা তো আছেনই সেবা শুশ্রুষার জন্য!
 
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, মে ২৭, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।