ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

রমজানে এবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, মে ২৭, ২০১৭
রমজানে এবি আইয়ুব বাচ্চু, ছবি: বাংলানিউজ

ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। ঢাকার পর সম্প্রতি চট্টগ্রাম মাতিয়েছেন গিটারের ঝংকারে। স্বপ্নের একক গিটার শো নিয়ে ছয়টি বিভাগীয় শহর মাতাবেন তিনি। জনপ্রিয় এই শিল্পীকে প্রায়ই পাওয়া যায় টেলিভিশনের পর্দায়। এবার তিনি থাকছেন একটি ভিন্নমাত্রার আয়োজনে। 

জনপ্রিয় গায়ক আইয়ূব বাচ্চু প্রথমবারের মতো ইফতার বিষয়ক কোনো অনুষ্ঠানে অংশ নিয়েছেন।  

২৮ মে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস।

এ উপলক্ষে চ্যানেল আইয়ের ‘মনোহর ইফতার’ অনুষ্ঠানে হাজির হচ্ছেন এবি। বাচ্চুর অংশগ্রহণে এই পর্বটি প্রচার হবে ৫ রমজান সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে।  

আইয়ূব বাচ্চু তার ছোটবেলার ইফতার নিয়ে স্মৃতিচারণ করেছেন। সেখানে বলেছেন ইফতার নিয়ে তার জীবনের জানা-অজানা অনেক কথা। রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানটি ১৯ বছর পূর্তি করতে যাচ্ছে।  আইয়ুব বাচ্চুর পাশাপাশি বিভিন্ন পর্বে আরও অংশ নেবেন সুর্বণা মুস্তাফা, আফজাল হোসেন, ইমদাদুল হক মিলন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মে ২৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।