ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

‘বিয়ের আগে সন্তান নিতে আপত্তি নেই’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, মে ২৭, ২০১৭
‘বিয়ের আগে সন্তান নিতে আপত্তি নেই’ শ্রুতি হাসান (ছবি: সংগৃহীত)

বিয়ের আগে সন্তান নিতে চান শ্রুতি হাসান! আর এতে তার কোনো আপত্তি থাকবেনা বলেও জানিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন, প্রেম, বিচ্ছেদ ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলে শ্রুতি।

দক্ষিণী এই নায়িকার ভাষ্য, ‘একজন সংগীত পরিচালককে পছন্দ করতাম। আমরা একান্ত কিছু সময় কাটিয়েছিলাম।

আমার মনে হতো, আমি ওকে ভালোবাসি। কিন্তু ব্রেকআপের পর বুঝতে পারি, সেটা ভালোবাসা নয় বরং শুধু আকর্ষণ ছিলো। এরপর আমার কোনো বয়ফ্রেন্ড হয়নি। ক্যারিয়ারের এই সময়ে এসে প্রেম করার মতো সময়ও আমার নেই। আমি এখন বিয়ের কথা ভাবছি না। তবে কখনো মনে হলে বিয়ে করবো। যদি মনের মতো কাউকে পাই, তাহলে বিয়ের আগে সন্তান নিতেও আমার আপত্তি নেই। মিডিয়া ও মানুষ কী ভাবছে তা নিয়ে আমার কিছু যায় আসে না। ’

কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, মাইকেল করসেল নামের এক ব্রিটিশ তরুণের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রুতি হাসান।   বেশ কিছু জায়গায় দু’জনকে একসঙ্গে দেখা গেছে। এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি শ্রুতি।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মে ২৭, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।