ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

সন্ধ্যা নামলো জয়-ঐশীর জানালায়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, মে ২৭, ২০১৭
সন্ধ্যা নামলো জয়-ঐশীর জানালায় জয় শাহরিয়ার ও ঐশী (ছবি: সংগৃহীত)

গায়ক-সুরকার-সংগীত পরিচালক জয় শাহরিয়ার নতুন গান তৈরি করেছেন। এতে কণ্ঠ দিয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়িকা ঐশী। একসঙ্গে এবারই প্রথম কাজ করলে তারা।

ঈদুর ফিতর উপলক্ষে জয়ের সুরে ঐশী গেয়েছেন ‘সন্ধ্যা নামে জানালায়’ শিরোনামের একটি গান। লিখেছেন রবিউল ইসলাম জীবন।

আজব রেকর্ডস এর ব্যানারে কন্টেলের সহযোগিতায়  গানটি অনলাইনে প্রকাশ করা হবে ক’দিনে মধ্যে।

গানটি নিয়ে ঐশী বললেন, ‘অনেক দিনের ইচ্ছে পূরণ  হলো। একটি অন্যরকম গানে কণ্ঠ দিয়েছে। আশা করি সবার ভালো লাগবে। ’

‘সত্যি বলছি’খ্যাত গায়ক জয় বলেন, ‘ঐশী বেশ প্রতিভাবান শিল্পী। ওর জন্য গান করে ভালো লেগেছে। ’

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মে ২৭, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।