ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

তিশা-চঞ্চলের ঈদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, মে ২৮, ২০১৭
তিশা-চঞ্চলের ঈদ ‘লজ্জাবতী লায়লাকে নিয়ে জুলফিকারের চমক’ নাটকের দৃশ্য

বরাবরের মতো এবারও ঈদের টিভি আয়োজনে থাকবে তাদের পৃথক নাটক-টেলিছবি। এ কারণে শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই দুই তারকা। অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা ও চঞ্চল চৌধুরীকে যদি একই নাটকে পাওয়া যায়, তাহলে তো কথাই নেই। 

সম্প্রতি সাত পর্বের ঈদের বিশেষ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন চঞ্চল ও তিশা। মাসুম শাহরিয়ারের রচনায় আবু হায়াত মাহমুদের পরিচালনায় নাটকটির নাম ‘লজ্জাবতী লায়লাকে নিয়ে জুলফিকারের চমক’।

নির্মাতা জানান, এটি সিক্যুয়েল নাটক। লজ্জাবতী লায়লাকে উপজীব্য করে দ্বিতীয় কিস্তি আসছে এবারের ঈদে।  

লায়লার লজ্জার কারন চিহ্নিত হয় একটি অসুখ। এর নাম সোশ্যাল অবস্টাগ্রল সিনড্রম। তার এই লজ্জাকে ঘিরেই সিক্যুয়েলটি তৈরি হয়েছে হাস্যরসাত্মক অনুষঙ্গ দিয়ে। চঞ্চল-তিশার পাশাপাশি আরও অভিনয় করেছেন সুষমা সরকার, আশরাফুল আশিস, আইরিন আফরোজ, শাহনেওয়াজ রিপন, রাশেদ মামুন অপু ,পান্থ আফজাল, আঁখি আফরোজ, জয়নাল জ্যাক, খায়রুল আলম টিপু, আহমেদ সুজন প্রমুখ। ঈদুল ফিতরে এটি প্রচার হবে দেশ টিভিতে।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ২৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।