ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

নেতাজি সুভাষচন্দ্র বসু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, মে ২৯, ২০১৭
নেতাজি সুভাষচন্দ্র বসু ছবি: সংগৃহীত

‘রাবতা’য় ৩২৪ বছরের বৃদ্ধের ভূমিকায় অভিনয় করছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। সেই বৃদ্ধের ফার্স্ট লুক দেখে সবাই অবাক। সেই রাজকুমারকেই এবার পাওয়া যাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকায়। এ কারণে মাথার সামনের দিকের অর্ধেক চুল কাটিয়ে ফেলেছেন তিনি।

সম্প্রতি মুক্তি পাওয়া প্রশংসিত ছবি ‘ট্র্যাপড’-এর অভিনেতা রাজকুমার একটি ওয়েব সিরিজে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকায় অভিনয় করছেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তার মাথা কামানোর ফার্স্ট লুক।

জানা যায়, এই ওয়েব সিরিজে নেতাজির জাতীয় নেতা হয়ে ওঠা ও আজাদ হিন্দ ফৌজের নেতৃত্বদানের ঘটনা তুলে ধরা হবে। রাজকুমারের বান্ধবী পত্রলেখাও অভিনয় করছেন তার সঙ্গে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, মে ২৯, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।