ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

তানভীর মোকাম্মেল, সোহানসহ ৬ নির্মাতার ছবিকে অনুদান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, মে ২৯, ২০১৭
তানভীর মোকাম্মেল, সোহানসহ ৬ নির্মাতার ছবিকে অনুদান তানভীর মোকাম্মেল ও সোহানুর রহমান সোহান, ছবি: সংগৃহীত

তানভীর মোকাম্মেল, সোহানুর রহমান সোহানসহ ছয়জন নির্মাতার ছয়টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে সরকারি অনুদান দেওয়া হচ্ছে।

প্রতিবছরের মতো সরকার ২০১৬-১৭ অর্থবছরে ৬টি চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২৯ মে এ ঘোষণা দেওয়া হয়।

এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে মনোনীত ছয় ছবির সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হয়েছে।

তালিকায় আছে শিশুতোষ ছবি ‘প্রিয় জন্মভূমি’। ছটকু আহমেদের কাহিনিতে এটি তৈরি করবেন সোহানুর রহমান সোহান।  

‘নোনাজলের কাব্য’ পরিচালনা করবেন রেওজয়ান শাহরিয়ার সুমিত।  

এদিকে তানভীর মোকাম্মেল অনুদান পেয়েছেন ‘রূপসা নদীর বাঁকে’র জন্য।  

‘আজব সুন্দর’-এর জন্য অনুদান দেওয়া হচ্ছে নির্মাতা শবনম ফেরদৌসীকে।  

এ ছাড়া নিজের কাহিনিতে ‘দায়মুক্তি’ তৈরি করবেন কমল সরকার। প্রযোজনায় জসিম উদ্দিন।

প্রামাণ্যচিত্র ‘একজন মরিয়ম’ পরিচালনা করবেন মুহাম্মদ ফেরদৌস আলাম সিদ্দিকী। এর প্রযোজক নূর-ই-আলম সিদ্দিকী।    

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমান বিবেচনায় এ ছবিগুলো নির্বাচন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, মে ২৯, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।