ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

‘বাহুবলী টু’-কে ছাড়ালো ‘দঙ্গল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, মে ৩০, ২০১৭
‘বাহুবলী টু’-কে ছাড়ালো ‘দঙ্গল’ ছবি: সংগৃহীত

আমির খান অভিনীত ‘দঙ্গল’ ও এসএস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী টু’ ভারতীয় চলচ্চিত্র হিসেবে ইতিমধ্যে হাজার কোটির ঘরে পৌঁছে গেছে। দুটি ছবিই এখন রেকর্ড গড়ার জন্য হাড্ডাহাড্ডি লড়ছে।

সোমবার (২৯ মে) বক্স অফিসের হিসেব অনুযায়ী, ১৭শ’ কোটি রুপি আয় করে ফেলেছে ‘দঙ্গল’। আর এর মধ্য দিয়েই ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’কে পেছনে ফেলে দিয়েছে ছবিটি।

বিষয়টি নিশ্চিত করে বাণিজ্য গবেষক রমেশ বালা জানান, “ভারতীয় ছবি হিসেবে প্রথম ১৭শ’ কোটি রুপি আয়ের রেকর্ড তৈরি করলো ‘দঙ্গল’। ”

নীতেশ তিওয়ারির ‘দঙ্গল’-এ আমিরের বিপরীতে অভিনয় করেছেন সাক্ষী তানওয়ার, ফাতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মে ৩০, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।