ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

অপূর্ব এবার পাইলট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, মে ৩০, ২০১৭
অপূর্ব এবার পাইলট অপূর্ব ও মিজানুর রহমান আরিয়ান

গল্প ও চরিত্রের প্রয়োজনে এবার পাইলটের সাজ নিয়েছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। ঈদ উপলক্ষে একটি টেলিছবিতে এমন চরিত্রে হাজির হচ্ছেন তিনি। অপূর্ব চরিত্রটি ফুটিয়ে তুলতে বেশ হোমওয়ার্ক করেছেন।

‘ব্যাচ ২৭’ টেলিছবির গল্পটি একটু অন্যরকম। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে শুরু করলেও জেদের কারণে পাইলট হওয়ার পথ বেছে নেন অপূর্ব।

কেন এই জেদ? কার কারণে, মিথিলা নাকি অপর্ণা ঘোষ? 

এসব প্রশ্নের উত্তর দেননি ‘ব্যাচ ২৭’-এর চিত্রনাট্যকার ও নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। তিনি বাংলানিউজকে বললেন, ‘লোকেশনে বৈচিত্র্য আনতে নয়, গল্পের প্রয়োজনে আমরা বিমানবন্দরে দৃশ্যধারণ করেছি। একবার তারিখ ঠিক করেও পেছাতে হয়েছে।  পাইলট চরিত্রটি ফুটিয়ে তুলতে দারুণ পরিশ্রম করেছেন অপূর্ব ভাই। ’

আরিয়ান আরও জানান, ‘ব্যাচ ২৭’-এর কাজ করতে গিয়ে দারুণ ভুগতে হয়েছে তাকে। শুটিংয়ের নতুন তারিখ চূড়ান্ত করার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। আলোচিত নির্মাতা আরিয়ান এখনও জ্বরে ভুগছেন । ‘ব্যাচ ২৭’ ছাড়াও ঈদুল ফিতরে তার আরও ৫টি নাটক-টেলিছবি প্রচার হওয়ার কথা।  

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, মে ৩০, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।