ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

প্রভাসের বিয়ে নিয়ে যা বললেন জ্যোতিষী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, মে ৩০, ২০১৭
প্রভাসের বিয়ে নিয়ে যা বললেন জ্যোতিষী প্রভাস (ছবি: সংগৃহীত)

‘বাহুবলী’ ও ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’-এর সুবাদে দারুণ সফলতা পেয়েছেন প্রভাস। চার বছর ধরে এই ছবি দু’টির কাজ নিয়েই পড়েছিলেন তিনি। এ কারণে বাবা-মাকে কথা দেয়ার পরও ২০১৬ সালে বিয়ের পিঁড়িতে বসতে পারেননি প্রভাস।

‘বাহুবলী’খ্যাত এই তারকা ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসবেন বলে ভবিষ্যদ্বাণী করেছেন ভারতের এক জ্যোতিষী। এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমগুলোয় প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ২০১৮ সালের মার্চে বিয়ে করবেন দক্ষিণের জনপ্রিয় এই অভিনেতা।

এ ছাড়া ওই জ্যোতিষী তার বিয়ে ও ক্যারিয়ার নিয়ে একটি পরিষ্কার চিত্র এঁকেছেন বলেও জানা গেছে।

‘সাহো’ ছবির কাজ নিয়ে ব্যস্ত প্রভাস। এতে তার সহশিল্পী হিসেবে কে থাকছেন তা এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, আনুশকা শেঠি হতে পারেন তার নায়িকা।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মে ৩০, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।