ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

ইমনের প্রশংসায় পঞ্চমুখ ন্যানসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, মে ৩১, ২০১৭
ইমনের প্রশংসায় পঞ্চমুখ ন্যানসি ন্যানসি ও ইমন চৌধুরী (ছবি: সংগৃহীত)

গিটার বাদক, সুরকার ও সংগীত পরিচালক ইমন চৌধুরীর প্রশংসায় পঞ্চমুখ জনপ্রিয় গায়িকা ন্যানসি। ৩১ মে দুপুরে বাংলানিউজের সঙ্গে কথা হয় ন্যানসির। তার সবশেষ অ্যালবামের প্রসঙ্গ ধরে আসে চিরকুট ব্যান্ডের সদস্য ইমনের প্রসঙ্গ। 

ন্যানসি বলেন, ‘ইমনের সংগীতায়োজনের মধ্যে স্বকীয়তা পাওয়া যায়। সম্পূর্ণ নিজের ঢংয়ে কাজ করেন তিনি।

এক কথায় দুর্দান্ত। এই মূহুর্তে আমার দেখা সেরা সংগীত পরিচালক ইমন। ’

কিছুদিন আগে জাহিদ আকবরের কথায় ইমন চৌধুরীর সুর-সংগীতে সিডি চয়েসের ব্যানারে প্রকাশ হয়ে ন্যানসির তিন গানের অ্যালবাম ‘শুনতে চাই তোমায়’। অ্যালবামের ‘আহা বৃষ্টি’ গানটি ন্যানসির বেশ পছন্দের। এর জন্য বিশেষভাবে সংগীতবোদ্ধাদের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন তিনি। গানটি প্রসঙ্গে ন্যানসি বলেন, “ইমন দুর্দান্ত গিটার বাজান, এটা সবাই জানেন। কিন্তু একজন পরিপূর্ণ সংগীত পরিচালক হিসেবেও তিনি অন্যতম। ‘আহা বৃষ্টি’ গানটি শুনলে সেটি ভালোভাবে বোঝা যায়। ইমনের সংগীতায়োজন শোনার জন্য এই গানটি আমি প্রতিদিন কয়েকবার শুনি। ”

ন্যানসির হাতে এখন কিছু গানে ভয়েস দেওয়ার কাজ। ঈদ উপলক্ষে বিভিন্ন মিশ্র অ্যালবামে তার গাওয়া অন্তত ১৫টি গান প্রকাশ হতে পারে। এর মধ্যে চলচ্চিত্রের গানও রয়েছে।  

এদিকে নতুন একটি উদ্যোগের জন্য সাধুবাদ পাচ্ছেন ন্যানসি। শীতে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই শিল্পী। এবার পবিত্র রমজান মাসে ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য ইফতারির ব্যবস্থা করেছেন তিনি।

ন্যানসি জানান, শ্বশুরবাড়ি ময়মনসিংয়ের দুটি মসজিদে মাসব্যাপী ইফতার সরবরাহ করছেন তিনি। তালতলা মসজিদ ও ট্যানারি মসজিদের মুসল্লীরা ন্যানসির দেওয়া ইফতার গ্রহণ করছেন। এ কাজে তার সহযোগি স্বামী নাজিমুজ্জামান জায়েদ ও তার বন্ধু জাহিদ খান।  

* ন্যানসির গাওয়া ‘আহা বৃষ্টি’-

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, মে ৩১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।