ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

নিশিতার ‘হিয়ারও মাঝারে’

সুবল বড়ুয়া, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
নিশিতার ‘হিয়ারও মাঝারে’ সঙ্গীতশিল্পী নিশিতা

চট্টগ্রাম: ঈদ উপলক্ষে জনপ্রিয় শিল্পী ও ক্লোজআপ ওয়ান তারকা নিশিতা বড়ুয়ার ‘তোমার হিয়ারও মাঝারে’ রিলিজড হয়েছে। স্বনামধন্য গীতিকার ও সুরকার জাহাঙ্গীর রানার কথা ও সুরে এবং শানের সংগীযোজনে গানটি ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে।

 
‘তোমার হিয়ারও মাঝারে বান্ধিয়া রাইখো মোরে, নইলে একদিন কান্দিবে। পাখিটারে গোপনে রাইখো বুকে যতনে, নইলে একদিন কান্দিরে’।
 
বাউল অঙ্গের এ গানটি সম্পর্কে শিল্পী নিশিতা, তার ফেইচবুক ওয়ালে লিখেছেন, ‘সবারই সুখের চেয়ে দুঃখকে প্রাধান্য দেয়ার মন-মানসিকতাটা জোড়ালো। সুখ মনে হয় ক্ষনেই শেষ হয়ে যায়, দুঃখের শেষ হয়েও রেশ কোথাও না কোথাও রয়ে যায়। সে যাই জোড়ালো হোক, ভালবাসা আমৃত্যু থাকবে যেটা কিনা এ গানে ঢেলে দেয়ার আপ্রাণ চেষ্টা করেছি। ’
 
গানটির বিষয়ে জানতে চাইলে শিল্পী নিশিতা বড়ুয়া বাংলানিউজকে জানান, ‘হিয়ারও মাঝারে’ শিরোনামে এ গানটি, মায়াবি একটি গান। গানটি গাইতে আামার ভাল লেগেছে। গানের কথাগুলো অত্যন্ত চমকপ্রদ এবং মরমী। যা শ্রোতাদের কাছে অবশ্যই গ্রহণযোগ্যতা পাবে বলে আমি আশাবাদী। ’
 
সংগীত পরিবারে বেড়ে ওঠা নিশিতা বড়ুয়া এনটিভিখ্যাত ক্লোজআপ ওয়ান সংগীত প্রতিযোগিতায় ২০০৬ সালে দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন। এরপর থেকে দেশের সংগীতাঙ্গনে শ্রোতাদের কাছে পরিচিতি পায়।
সঙ্গীতশিল্পী নিশিথা
দেশের জনপ্রিয় ও স্বনামধন্য শিল্পী পার্থ বড়ুয়ার সংগীতায়োজনে ‘রংধনু ভাল লাগে’ এ মৌলিক গানটির মাধ্যমে শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেন। মূলত এ মৌলিক গানটি গেয়েই  শ্রোতাদের কাছে স্থান করে নেন নিশিতা।
 
বাবা কীর্তনীয়া শিল্পী শা্ক্যপদ বড়ুয়ার ঐকান্তিক চেষ্টা ও মা সুচন্দা বড়ুয়ার অনুপ্রেরণায় সংগীতের এ বিশালযজ্ঞে নিজেকে প্রতিষ্ঠা করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন জানিয়ে শিল্পী নিশিতা আরও জানান, ছোটবেলা থেকে গানকে ভালবেসেই সংগীতচর্চা করে যাচ্ছি। তালিম নিয়েছি শ্রদ্ধেয় শ্রাবণী সাহা এবং ওস্তাদ মিহির লালা স্যারের কাছে। তবে শিল্পী হিসেবে আমার এতটুকু আসার পিছনে বাবাই সব। পাশাপাশি আমার ছোট কাকার (সুমিত বড়ুয়া তপু) অবদান কোন অংশে ভুলার নয়।
 
শুদ্ধ সংগীত চর্চার মধ্য দিয়ে ভাল কিছু গান করার মাধ্যমে শ্রোতাদের কাছে আজীবন অমর হয়ে থাকার প্রত্যয় ব্যবক্ত করেন নিশিতা।
 
ইতোমধ্যে নিশিতার বেশ কয়েকটি একক ও মিক্সড অ্যালবাম বেরিয়েছে। প্ল্যা-ব্যাক করেছেন বেশ কয়েকটি ছায়াছবিতে। ‘ভালবাসার বৃষ্টি’ নামে বাংলাদেশ ও কলকাতার প্রখ্যাত শিল্পীদের সাথে একটি আন্তর্জাতিক অ্যালবামেও গেয়েছেন নিশিতা। জনপ্রিয় সংগীত পরিচালক সুমন কল্যাণের সংগীতায়োজনে অ্যালবামটিতে ‘শ্রাবণ মেঘের দিনে তোমায় মেন পড়ে’ শিরোনামে গানটি শ্রোতাদের মনে স্থান করে নিয়েছে।
 
২০০৭ সালে স্বনামধন্য শিল্পী পার্থ বড়ুয়া ও আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে নিশিতার প্রথম একক অ্যালবাম ‘আমায় নিয়ে চলো’ রিলিজড হয়। গাংচিলের ব্যানারে অ্যালবামের গানগুলো শ্রোতাদের কাছে খুব জনপ্রিয়তা পায়। এরপর থেকে দেশের গণ্ডি পেরিয়ে নিশিতা ভারত, সিঙ্গাপুর, ইতালি, ফ্রান্স, লন্ডন, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে গান পরিবেশন করে এ প্রজন্মের শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন নিশিতা।
 
পরবর্তীতে স্টেইজ শো ও দেশ-বিদেশে গানের ফেরিওয়ালা হিসেবে সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর ২০১৫ সালে বাবা শাক্যপদ বড়ুয়ার কথা ও সুরে এবং পার্থ বড়ুয়ার সংগীতায়োজনে ধর্মীয় অ্যালবাম ‘পূজিব তোমায় সুর ও সংগীতে’ বের হয়। কীর্তনিয়া সুরে ধর্মীয় এ অ্যালবামের গানগুলো ইতোমধ্যে বৌদ্ধদের কাছে অত্যন্ত সুপরিচিত ও জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়াও চলতি বছরের ভালবাসা দিবসে রিলিজড হওয়া খন্দকার জিয়ার কথা ও সুরে ‘নয়নের নয়ন বন্ধু’ ভিডিও গানটিও শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
 
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।