ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

২৫ পেরিয়ে মিথ্যাবাজ শাহরুখ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
২৫ পেরিয়ে মিথ্যাবাজ শাহরুখ! শাহরুখ খান (ছবি: সংগৃহীত)

‘আমি একজন অভিনেতা, আমি যা মনে করি, তাই করি। আমি একজন পেশাদার মিথ্যাবাজ। আমি মনে করি, মিথ্যে কথা না বললে, আমি অভিনেতা হতে পারতাম না’— ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করে এমনটাই উপলব্ধি করছেন বলিউড কিং শাহরুখ খান।

২৫ বছর আগে 'দিওয়ানা' ছবিটির মাধ্যমে প্রাণবন্ত এক নায়কের আবির্ভাব হয়েছিলো। এরপর শুধুই সাফল্য।

দিনে দিনে কিং খান, বাদশা প্রভৃতি উপাধি অর্জন করেছেন শাহরুখ, নিজেকে করে তুলেছেন অপ্রতিদ্বন্দ্বী।  

সম্প্রতি একটি সাক্ষাৎকারে শাহরুখ জীবনের প্রথম হিট ছবি নিয়ে মজার তথ্য দিয়েছেন। কি খানের কথায়, “আমি 'দিওয়ানা' দেখিনি। এমনকি আমি ছবিটি দেখতেও চাই না। ইগো থেকে বলছি না, কিন্তু এখন আমি সব নতুন মুভি দেখতে চাই। 'দিওয়ানা' হিট করার পর প্রথম প্রতিক্রিয়াটি পেয়েছিলাম রাকেশ আঙ্কেলের (রাকেশ রোশন) কাছ থেকে। উনি বলেছিলেন, তুমি একদিন অনেক বড় তারকা হবে।  আমি হেসে বলেছিলাম, 'তাই নাকি?”

ছবি: সংগৃহীতসাক্ষাৎকারে কিং খানের স্মৃতিতে উঠে আসে সালমানের বাবা সেলিম খানের প্রসঙ্গও। শাহরুখ বলেন, ‘একদিন সালমানের বাড়ির পাশ দিয়ে হাঁটছি। বেলকনিতে দাঁড়িয়েছিলেন হ্যান্ডসাম সেলিম খান। আমার দিকে তাকিয়ে হাত নেড়ে বললেন, তোমার ফিল্ম তো দারুণ চলছে! তুমি শ্রীঘ্রই বড় তারকা হয়ে যাচ্ছো!'

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।