ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

ওয়ারফেইজের নতুন গানটি কেমন? (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৩ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
ওয়ারফেইজের নতুন গানটি কেমন? (ভিডিও) ওয়ারেফইজ ব্যান্ডের সদস্যরা (ছবি: সংগৃহীত)

কিছুদিন ধরে নতুন ভোকালিস্ট পলাশ নূরকে নিয়ে মঞ্চ মাতাচ্ছে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেইজ। এবার তার কণ্ঠে নতুন মৌলিক গান ও এর ভিডিও প্রকাশ হয়েছে। এর নাম ‘অপরূপ বিস্ময়’। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো সিঙ্গেল ট্র্যাক ছাড়লো ওয়ারফেইজ।  

‘রাতের ছায়ায় ধরণি নিথর/ বিষাদ মনে সবকিছু ধূসর/ কতো যে স্মৃতি মনে পড়ে এখন/ হঠাৎ কেন তোমার স্মৃতি স্মরণ’— এমন কথার গানটি লিখেছেন ব্যান্ডটির লিড গিটারিস্ট কমল, সুর আর কম্পোজিশনও তার।

ওয়ারফেইজ ব্যান্ডের ভোকালিস্ট পলাশ নূর (ছবি: সংগৃহীত) ওয়ারফেইজের ড্রামার ও দলপ্রধান শেখ মনিরুল আলম টিপু জানান, ‘অপরূপ বিস্ময়’ হেভি মেটাল ব্যালাড সং।

ভিডিওটিও নিজেরাই তৈরি করেছেন। এটি উন্মুক্ত করা হয়েছে ওয়ারফেইজের ইউটিউব চ্যানেলে। অন্যদিকে ‘অপরূপ বিস্ময়’-এর অডিও প্রকাশ পেয়েছে রবি ইয়ন্ডার মিউজিক অ্যাপে।

‘অপরূপ বিস্ময়’ গানের ভিডিও:

বাংলাদেশ সময়:  ১২০৯ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।