ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

অজয়ের জন্য এখনও সিঙ্গেল টাবু!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
অজয়ের জন্য এখনও সিঙ্গেল টাবু! অজয় দেবগণ ও টাবু (ছবি: সংগৃহীত)

দুই দশকের বেশি সময় ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন টাবু। এরপরও ‘হায়দার’-এর মতো জনপ্রিয় ছবি উপহার দিয়ে চলেছেন সিনেপ্রেমীদের। কিন্তু ব্যক্তিগত জীবনে আজও মনের মানুষের দেখা নেই বলিউডের এই অভিনেত্রীর। আর এজন্য টাবু দায়ী করলেন অজয় দেবগণকে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।

এ প্রসঙ্গে ‘চিনি কম’খ্যাত এই তারকা বলেন, তার চাচাতো ভাই সামীরের প্রতিবেশী ছিলেন অজয়। সেই সূত্রেই ২৫ বছরেরও বেশি বন্ধুত্ব দু’জনের।

সামীর ও অজয়ের দাদাগিরিতেই কোনও ছেলে না-কি টাবুর কাছে ঘেঁষতে সাহস করতেন না। যদি বা কেউ একটু চেষ্টাও করতেন, দু’জনের হুমকির চোটে নাকাল হয়ে ফিরে যেতেন। এই কারণেই কম বয়সে আর প্রেমটি করা হয়ে ওঠেনি।

বলিউডের এই অভিনেত্রীর মতে, অজয় নিশ্চয়ই এর জন্য একদিন আফসোস করবেন।

কিন্তু এতোকিছুর পরও আজও অজয় তার খুব ভালো বন্ধু। খুব শিগগিরিই দু’জনকে একসঙ্গে দেখা যাবে রোহিত শেঠির ‘গোলমাল অ্যাগেইন’ ছবিতে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।