ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

শাহরুখ ছাড়া সবাই আছেন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
শাহরুখ ছাড়া সবাই আছেন! শাহরুখ খান (ছবি: সংগৃহীত)

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (অস্কার) ৭৭৪ জন নতুন সদস্যদের আমন্ত্রণ জানিয়েছে। এ তালিকায় রয়েছেন ভারতীয় অভিনেতা, চিত্রনাট্যকার, পরিচালক এবং অন্যান্য তারকারা।

সম্প্রতি হলিউড রিপোর্টারের একটি প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, গত বছর ৬৮৩টি আমন্ত্রণ ছিলো। সেটি এবার বাড়িয়ে ৭৪৪জনকে আমন্ত্রণ জানিয়েছে অস্কার কমিটি।

অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, আমির খান, দীপিকা পাড়ুকোন, সালমান খান ও প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: সংগৃহীত)তালিকায় বলিউড তারকাদের মধ্যে রয়েছেন- অমিতাভ বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, ঐশ্বরিয়া রাই বচ্চন, ইরফান খান, আমির খান এবং সালমান খান। তবে চমকপ্রদ ব্যাপার হলো- তালিকায় নেই বলিউড বাদশাহ শাহরুখ খান। এর ফলে অনেকেই অবাক হয়েছেন এ ঘটনায়।

তারকারা ছাড়াও ভারত থেকে আমন্ত্রণের তালিকায় আরও রয়েছেন- পরিচালক মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত এবং গৌতম ঘোষ, চিত্রনাট্যকার সুনি তারাপরভালা, কস্টিউম ডিজাইনার অর্জুন ভাসানি, ডকুমেন্টারি নির্মাতা আনন্দ পাতবর্ধন এবং সাউন্ড ডিজাইনার অমৃত প্রীতম দত্ত।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।