ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

যমজ সন্তানের বাবা হলেন কৃষ্ণা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৭
যমজ সন্তানের বাবা হলেন কৃষ্ণা কৃষ্ণা অভিষেক (ছবি: সংগৃহীত)

সারোগেসি পদ্ধতিতে (গর্ভ ভাড়া করে) যমজ সন্তানের বাবা হয়েছেন জনপ্রিয় কমেডিয়ান কৃষ্ণা অভিষেক। ছয় সপ্তাহ আগে সন্তানদের স্বাগত জানিয়েছেন কৃষ্ণা অভিষেক-কাশমিরা সাহ দম্পতি।

এ প্রসঙ্গে কৃষ্ণার একটি ঘনিষ্ঠসূত্র জানান, ছয় সপ্তাহ আগে যমজ সন্তানের বাবা হয়েছেন কৃষ্ণা। বর্তমানে তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

খুব শিগগিরই তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

ওই সূত্রে আরও জানা যায়, সন্তানদের দেখার জন্য প্রতিদিন হাসপাতালে যান জনপ্রিয় এই কমেডিয়ান। সেখানে গিয়ে তাদের সঙ্গে অনেক সময় কাটান তিনি।

নয় বছর মন দেওয়া-নেওয়ার পর ২০১৩ সালে লাস ভেগাসে গোপনে বিয়ের করেছিলেন কৃষ্ণা অভিষেক-কাশমিরা সাহ দম্পতি। এরপর ২০১৫ সালে বিয়ের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন তারা।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুন ৩০, ২০১৭
বিএসকে/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।