ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

দুই টাকার জন্য বিয়ের অনুষ্ঠানে নাচতেন নওয়াজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, জুন ৩০, ২০১৭
দুই টাকার জন্য বিয়ের অনুষ্ঠানে নাচতেন নওয়াজ নওয়াজউদ্দিন সিদ্দিকি (ছবি: সংগৃহীত)

নাচ কোনওদিনই নেশা ছিলো না অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির। কিন্তু একটা সময় ছিলো যখন মাত্র দুই টাকার জন্য বিয়ের অনুষ্ঠানে নাচতেন এই বলিউড তারকা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ‘বজরঙ্গি ভাইজান’-এর এই তারকা জানান, ছোটবেলায় তিনি তার বন্ধুদের সঙ্গে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে গিয়ে নাচতেন। আর তাদের নাচ দেখে বরযাত্রী পরিবারের সদস্যরা টাকা ছুঁড়ে দিতেন।

এভাবেই রোজগারের জন্য পাড়া-মহল্লার সব বিয়েতেই নাচতেন নওয়াজ। দিনশেষে হয়তো দুই থেকে তিন টাকা পেতেন তিনি। আর সেটিই ছিলো তার ও তার পরিবারের কাছে অনেক কিছু।

‘মম’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত নওয়াজ। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শ্রীদেবী। ৭ জুলাই মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জুন ৩০, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।