ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

ঈদের দিন শাড়ি পরায় বিতর্ক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৭
ঈদের দিন শাড়ি পরায় বিতর্ক ছবি: সংগৃহীত

খুব শিগগিরই প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোহা আলি খান। এ কারণে মঙ্গলবার (২৭ জুন) সেরেছেন ‘সাধ’ (বেবি শাওয়ার অনুষ্ঠান)। অনুষ্ঠানের জন্য গোলাপি রঙা শাড়ি, খোপায় বেলি ফুলের মালা, কানে দুল ও কপালে টিপ পড়ে সেজেছিলেন তিনি। এখানে স্বামী কুনাল খেমুর সঙ্গে তোলা একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সোহা।

এরপর থেকেই বলিউডের এই অভিনেত্রীকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কারণ আয়োজনটি ছিলো ঈদের দিন।

টুইটে ঈদের কথা লেখেননি তিনি। ‘মুসলিম হয়ে হিন্দুদের মতো শাড়ি পরেছেন’— এমন অভিযোগ নিয়ে ভরে ওঠে মন্তব্যের ঘর।

শাড়ি পরার কারণে অনেকে সোহাকে মুসলিম মানতেই নারাজ। ৩৮ বছর বয়সী এই অভিনেত্রীর মা শর্মিলা ঠাকুর বাঙালি বলে অনেক অনুরাগীই ভাবছেন বাঙালি কায়দায় শাড়ি পরেছেন। ছবিতে একের পর এক ধীক্কারজনক কমেন্ট পড়তে থাকে। কিন্তু অধিকাংশই কমেন্ট করতে গিয়ে ভুলে গিয়েছিলেন, ছবিটি সোহার বেবি শাওয়ার অনুষ্ঠানের। কিন্তু বর্তমান অসহিষ্ণু পরিবেশে কে মাথা ঘামায় এসব নিয়ে! সবাই সোহার শাড়ি নিয়েই মেতে উঠলেন।

কেউ কেউ তো সোহাকে উপদেশ দেন যে, ঈদের দিন শারারা (ঈদের পোশাক) পরা উচিত ছিলো, শাড়ি নয়। যদিও বেশ কিছু অনুরাগীই সোহার পাশে দাঁড়িয়েছেন। ছবিটিতে লাইকের সংখ্যা ইতিমধ্যেই ৫০,০০০ ছাড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুন ৩০, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।