ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

পপি ও বাপ্পী আবার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, জুলাই ১, ২০১৭
পপি ও বাপ্পী আবার পপি ও বাপ্পি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী পপির সঙ্গে অভিনয় করা হয়নি চিত্রনায়ক বাপ্পীর। তাতে কি? বোকাবাক্সে দু’জনকে একসঙ্গে দেখা গেছে। 

দ্বিতীয়বারের মতো পপি ও বাপ্পী দর্শকের সামনে আসছেন। এটি একটি লাইভ অনুষ্ঠান।

এই দুই তারকা কথা বলবেন সিনেমা নিয়ে।  

বাংলা ছবির বাছাইকৃত নতুন ও জনপ্রিয় গান নিয়ে বাংলাভিশনের বিশেষ ফোনোলাইভ অনুষ্ঠান ‘হাউসফুল’-এ এবারের অতিথি চিত্রনায়িকা পপি ও চিত্রনায়ক বাপ্পী। দর্শকরা অতিথিদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি তাদের পছন্দের ছবির গান প্রচারের অনুরোধ জানাতে পারবেন।  

বাংলানিউজের সঙ্গে আলাপে চিত্রনায়ক বাপ্পী বলেন, ‘পপি আপা নিঃসন্দেহে গুণী অভিনেত্রী। তার সঙ্গে দ্বিতীয়বারের মতো কোনো অনুষ্ঠানে কথা বলবো। নিশ্চয়ই দারুণ সময় কাটবে। ’ 

এহতেশামের উপস্থাপনায় পপি ও বাপ্পীকে নিয়ে ‘হাউসফুল’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের সপ্তম দিন (২ জুলাই) বিকেল ৪টা ৩০ মিনিটে।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, জুলাই ০১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।