ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

দীপিকার চাইল্ডহুড ক্রাশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, জুলাই ১, ২০১৭
দীপিকার চাইল্ডহুড ক্রাশ ছবি: সংগৃহীত

‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন দীপিকা পাড়ুকোন। এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘ককটেল’, ‘দেশি বয়েজ’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো ছবি ভক্তদের উপহার দিয়েছেন তিনি। দেখতে দেখতে বনে গেছেন বলিউডের প্রথম সারির অভিনেত্রী।

শুধু বলিউড নয়, হলিউডেও সুনাম কুড়িয়েছেন তিনি। বছরের শুরুতে মুক্তি পেয়েছে তার ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’।

যেখানে তিনি সহশিল্পী হিসেবে পেয়েছেন অ্যাকশন তারকা ভিন ডিজেল ও ফুটবলার নেইমারকে।

কিন্তু খুব সহজেই সাফল্য ধরা দেয়নি দীপিকার ঝুলিতে। প্রবল ইচ্ছা ও কঠোর পরিশ্রমের জন্যই এ অবস্থানে আজ পৌঁছুতে পেরেছেন বলিউডের এই অভিনেত্রী। অভিনয় ও অভিনেতাদের প্রতি হয়তো ছোটবেলা থেকেই ঝোঁক ছিলো দীপিকার। সম্প্রতি এরই প্রমাণ মিললো একটি স্থিরচিত্রে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ ইন্সটাগ্রামে একটি স্থিরচিত্র পোস্ট করেছেন ‘চেন্নাই এক্সপ্রেস’খ্যাত এই তারকা। যেখানে, বেঙ্গালুরে অবস্থিত নিজেদের বাড়ির একটি ঘরে ছোট বোন অনীশা পাড়ুকোনকে সঙ্গে সোফায় বসে আছেন দীপিকা। আর ঘরের দেয়াল ছেয়ে আছে ছোটবেলার ক্রাশ ‘টাইটানিক’খ্যাত তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর ছবি।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জুলাই ০১, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।