ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

নার্গিস দেখতে ক্যাটের মতো!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
নার্গিস দেখতে ক্যাটের মতো! নার্গিস ফাখরি ও ক্যাটরিনা

অভিনেত্রী নার্গিস ফাখরি জন্মসূত্রে আমেরিকান। অন্যদিকে ক্যাটরিনা কাইফ ব্রিটিশ। দু’জনই শোবিজের জনপ্রিয় তারকা। ফ্যাশন বা উপস্থাপনায় দু’জনই স্বতন্ত্র। তারা কি দেখতে একই রকম বা লুক এলাইক?

প্রকাশ্যে কোনো তারকাকে দেখলে সবারই ইচ্ছে করে তার সঙ্গে ছবি তুলতে। এমন সুযোগ অবশ্য ছাড়তে চাননি ক্যাটরিনার এক ভক্ত।

‘হাই ক্যাট, ক্যান আই টেক অ্যা পিকচার’— এমন অনুরোধে চমকে গিয়েছেন নার্গিস। কারণ তাকেই ভুল করে ক্যাট ভেবেছেন সেই ভক্ত! কিন্তু নার্গিস খুব সুন্দরভাবে পরিস্থিতি সামলে নিয়েছেন। জবাবে বললেন, ‘ধন্যবাদ, কিন্তু আমি তো ক্যাট নই!’ ভক্ত জানালেন, তাতে অসুবিধা নেই। নার্গিসের সঙ্গে ছবি তুলতে চান তিনি।  

পুরো বিষয়টি সম্প্রতি নিজের অফিশিয়াল টুইটার পেজে প্রকাশ করেছেন নার্গিস ফাখরি। ক্যাটরিনার সঙ্গে তার কিছুটা মিল থাকলেও তাকে ক্যাট ভেবে কেউ ভুল করতে পারেন, কল্পনাও করেননি।

এদিকে টুইটারে নার্গিসের এই পোস্টে তার এক ভক্ত লিখেছেন, সত্যিই সত্যিই নার্গিস আর ক্যাটরিনা অনেকটা একই রকম দেখতে। তবে তারা দু’জনই স্টাইলে ভিন্ন। আর প্রকৃত অর্থেই সুন্দরী।  

ক্যাটরিনার ভক্তের কারণে ফের খবরে ফিরলেন নার্গিস। উদয় চোপড়ার সঙ্গে ছাড়াছাড়ির পর বলিউড ছেড়ে চলে গিয়েছিলেন এই অভিনেত্রী। এবার দেশে ফিরে নার্গিস সবকিছু নতুনভাবে শুরু করবেন বলে শোনা যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।