ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

লোক নাট্যদলের ৩ যুগপূর্তি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
লোক নাট্যদলের ৩ যুগপূর্তি সংবাদ সম্মেলন (ছবি: সংগৃহীত)

আটটি নাটক মঞ্চায়ন, সেমিনারসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ৩ যুগপূর্তিকে উদযাপন করতে যাচ্ছে লোক নাট্যদল। এ দীর্ঘ যাত্রায় তারা উপহার দিয়েছে কিছু সফল প্রযোজনা। 

১৯৮১ সালের ৫ জুলাই নাট্যজন লিয়াকত আলী লাকীর নেতৃত্বে একঝাঁক তরুণের সম্মিলিত প্রচেষ্টায় আজকের লোক নাট্যদল।

সোমবার (৩ জুলাই) শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চারদিনের উৎসবের ঘোষণা দেন দলপ্রধান লিয়াকত আলী।

এ সময় তিনি জানান, ৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালার লবিতে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এদিন জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে সুকুমার রায়ের ‘অবাক জলপান’ এবং তারিক আনাম খান রূপান্তরিত মলিয়েরের ‘কঞ্জুস’ নাটক দুটি।

৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চায়িত হবে অধ্যাপক আব্দুস সেলিম অনুদিত গাও সিং জিয়ানের ‘মাঝরাতের মানুষেরা’। ৭ জুলাই বিকেল ৪টায় থাকছে ‘মুজিব মানে মুক্তি’, ৫টা  ও ৬টায় থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ ও ‘রথযাত্রা’। একইদিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে পদাবলি যাত্রা ‘সোনাই মাধব’।

সমাপনী দিন ৮ জুলাই সকাল ১১টায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে রয়েছে সেমিনার। এতে ‘লোক নাট্যদলের কর্মমুখর তিন যুগ’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত নাট্যগবেষক আশীষ গোস্বামী। পরীক্ষণ থিয়েটারে ‘লীলাবতী আখ্যান’-এর মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হবে উৎসব।

৩৬ বছরে লোক নাট্যদল ৬০টি নাটক প্রযোজনা করেছে। এর মধ্যে আছে ছোটদের উপযোগী নাটকও। সংবাদ সম্মেলনে আরও ছিলেন কৃষ্টি হেফাজ, মাহফুজা হিলালী, মাসউদ সুমন, রুবেল শংকর, সুজন মাহমুদ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।