ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

দুই শিবিরে বিভক্ত দেশীয় চলচ্চিত্র

বৃষ্টি শেখ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জুলাই ৪, ২০১৭
দুই শিবিরে বিভক্ত দেশীয় চলচ্চিত্র ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পদত্যাগ দাবি ও চিত্রনায়ক শাকিব খানকে অবাঞ্ছিত ঘোষণা করে গত ২৩ জুন এফডিসিতে সংবাদ সম্মেলন করেন চলচিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠনের নেতারা। যেখানে চলচ্চিত্র নেতারা জানান, যৌথ প্রযোজনার দুই ছবি ‘বস টু’ ও ‘নবাব’কে অন্যায়ভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এদিকে বর্তমানে চলচ্চিত্র পাড়ার অনেকেই শাকিব খানের নেতিবাচক সমালোচনা করে যাচ্ছেন। এসবের উত্তর দিতে মঙ্গলবার বিকেলে (০৪ জুলাই) রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করেন শাকিব খান।

ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কমএতে উপস্থিত ছিলেন, চিত্র পরিচালক কাজী হায়াত, মোহাম্মদ হোসেন, গাজী মাহবুব, প্রদর্শক সমিতির সাবেক সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সেন্সর বোর্ডের সদস্য ও সাংবাদিক শাবান মাহমুদ, অভিনেতা শিবাসানু, প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, প্রযোজক ইকবাল, রমিজ উদ্দিন, অভিনেতা নাদের চৌধুরী প্রমুখ।

কাজী হায়াত বলেন, আমাদের চলচ্চিত্র শিল্প দু’টি শিবিরে বিভক্ত হয়ে গেছে। যার একটি হলো যৌথ প্রযোজনার ছবি ও অপরটি যৌথ প্রযোজনার পক্ষে-বিপক্ষে। আমার মনে হয়, বর্তমান সরকার যৌথ প্রযোজনার জন্য যে পরিচ্ছন্নতা অবলম্বন করেছে এর আগে কোনো সরকার এমনটি করেনি। কেননা এ ধরনের ছবি নির্মাণে ‘যৌথ প্রযোজনা চলচ্চিত্র নির্মাণ প্রিভিউ কমিটি’ কাজ করছে। কমিটি চিত্রনাট্য, কলাকুশলীর সংখ্যাসহ পূর্ণাঙ্গ প্রস্তাব নীতিমালা অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করে অনুমোদন দেওয়ার পরই কেবল যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণ শুরু করা যায়। এরপর যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ শেষে আবারও এ প্রিভিউ কমিটির কাছে জমা দিতে হয়। প্রিভিউ কমিটি ফের নির্মিত চলচ্চিত্রটি নীতিমালা অনুযায়ী নির্মিত হয়েছে কি-না, তা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করে ছাড়পত্র দিলেই নির্মাতা বা প্রযোজক তা সেন্সর সনদের জন্য সেন্সর বোর্ডে জমা দেন।

ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কমতিনি আরও বলেন, ঈদে শাকিবের অভিনীত ‘নবাব’ ছবিটি সফলতা পেয়েছে। ৭১ বছর বয়স চলছে আমার। বলতে গেলে আমার মাথা থেকে পা পর্যন্ত চলচ্চিত্র; বর্তমানে এ শিল্পে অস্থিরতা বিরাজ করার কারণে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার সমাধান দ্রুত করা উচিত। দয়া করে চলচ্চিত্র শিল্পকে বাঁচান।

শাকিব খান তার বক্তব্যে বলেন, ঈদে ছবি মুক্তি নিয়ে বেশ জটিলতার কথা কানে আসে। তখন আমি দেশের বাইরে ছিলাম। প্রথমে শুনলাম, একটি ছবিতে আপত্তি। তা নিয়ে কথা বলা হচ্ছে প্রিভিউ কমিটির কাছে। পরে জানতে পারি যে দু’টি ছবির কথা বলা হচ্ছে। অর্থাৎ ‘বস টু’ এর পাশাপাশি ‘নবাব’ ছবির কথাও বলেছেন অনেকে। এটি জেনে আমি অবাক হয়েছিলাম। যাই হোক আমি আনন্দিত যে ‘নবাব’ ও ‘রাজনীতি’ দুটি ছবিই ঈদে ভালো ব্যবসা করেছে/করছে।

যৌথ প্রযোজনার নতুন কাজের কথা জানিয়ে তিনি বলেন, আমি নতুন ছবির কাজে পরশু আবার দেশের বাইরে যাচ্ছি। তাই সবাইকে নিয়ে একটু আড্ডা দেওয়ার কথা ভাবলাম। সে উদ্দেশেই আজ এখানে আপনাদের নিয়ে বসেছি। আর আমার বিশ্বাস কিছু দিনের মধ্যে আমাদের ছবি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে। একত্রে কাজ করলে চলচ্চিত্রের উন্নয়ন করা সম্ভব। ব্যক্তিগত স্বার্থে বা কারো দ্বারা প্রভাবিত হয়ে কেউ কিছু আমার বিরুদ্ধে বলুক তা কাম্য নয়। আর আমি আমার মতো ভালোভাবে কাজ করে যাবো। কারণ ভালো কাজ দিয়েই দর্শকের মন জয় করা সম্ভব।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৭
বিএসকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।