ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

এগিয়ে সিএমভি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, জুলাই ৫, ২০১৭
এগিয়ে সিএমভি ছবি: সংগৃহীত

নিত্যনতুন গান-ভিডিও নিয়ে প্রতিযোগিতায় নেমেছে দেশের অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। গানের বাজার তৈরিতে এই প্রক্রিয়া মন্দ নয়। ক’দিন আগে ইউটিউব কর্তৃপক্ষ ‘সিলভার বাটন’ দিয়েছে গানচিল মিউজিককে। এবার ফেসবুকে স্বীকৃতি পেলো (ভেরিফায়েড) আরেক প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি।  

প্রতিষ্ঠানটির কর্ণধার এসকে শাহেদ আলী পাপ্পু বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশে ফেসবুক ভেরিফায়েড প্রক্রিয়া প্রায় বন্ধ।  ফেসবুক কর্তৃপক্ষের যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে ৩ জুলাই ভেরিফায়েড হয় তাদের ফেসবুক পাতা।

বাংলাদেশে প্রথম ও একমাত্র মিউজিক লেবেল হিসেবে এই কৃতিত্ব অর্জন করলো সিএমভি।

পাপ্পু বলেন, ‘শুদ্ধ বাংলা গান, পরিশীলিত দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও এবং শ্রোতা-দর্শক-মিডিয়ার অপরাসীম ভালোবাসার জোরেই আমরা এই কৃতিত্ব অর্জন করেছি। এটা অবশ্যই আনন্দের একটি বিষয়। শুদ্ধ সংগীতের পক্ষে আমাদের অগ্রযাত্রা আরও গতি পেলো এই ভেরিফায়েড পেইজটির  মাধ্যমে। ’

সিএমভি মিউজিক’নামের এই ফেসবুক পেইজের (https://www.facebook.com/CMVBD/) ফলোয়ার এখন প্রায় তিন লক্ষ। ঈদুল ফিতরে কনা, তাহসানের বড় বাজেটের ভিডিওর পাশাপাশি ওয়েব সিরিজও উন্মুক্ত করেছে সিএমভি।  

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।