ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

রণবীর কি টিনটিন?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, জুলাই ৫, ২০১৭
রণবীর কি টিনটিন? রণবীর কাপুর ও টিনটিন (ছবি: সংগৃহীত)

বলিউড তারকা রণবীর কাপুরকে এক অদ্ভুত চুলের স্টাইলে দেখা যাবে ‘জাগ্গা জাসুস’ ছবিতে। এতে এই অভিনেতার চুল একদিকে স্পাইক করা। রণবীরের এমন চেহারার সঙ্গে মিল খোঁজা হচ্ছে কমিক ক্যারেকটার টিনটিনের। 

১৪ জুলাই মুক্তি পাচ্ছে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘জাগ্গা জাসুস’। অনুরাগ বসু পরিচালিত ছবিটির ট্রেলার এরই মধ্যে আগ্রহ তৈরি করেছে।

‘জাগ্গা জাসুস’-এর সঙ্গে বিখ্যাত কমিক ক্যারেকটার টিনটিনের বেশ মিল খুঁজে পেয়েছেন সাগরন জস নামের এক ব্লগার। ছবির ট্রেলার দেখেই তিনি কিছু সাদৃশ্য তুলে ধরেছেন।  

ছবিতে রণবীরের চুল একদিকে স্পাইক করা। ঠিক একই রকম চুল কিন্তু টিনটিনের। শুধু তাই নয়, রণবীরের পোশাকেও টিনটিনের ছাপ বেশ স্পষ্ট।

টিনটিনের ‘দ্য ব্ল্যাক আইল্যান্ড’-এ একটি হলুদ বিমানের ছবি ছিলো। ঠিক একই রকম একটি প্লেন দেখা যাবে ‘জাগ্গা জাসুস’-এও। টিনটিনের আরও একটি সিরিজ ‘দ্য ক্যালকুলাস অ্যাফেয়ার’-এ একটি যুদ্ধের ট্যাংকের ছবি দেখা যায়। ‘জাগ্গা জাসুস’ ছবির ট্রেলারেও একই রকম একটি ট্যাংক দেখা গেছে।  

টিনটিনের ‘দ্য ব্রোকেন ইয়ার’-এ সেনার বেশে টিনটিনের ছবি রয়েছে। সেই সেনার বেশেই হন্তদন্ত হয়ে ছুটছে টিনটিন— এমন একটি ছবিও রয়েছে। ছবির ট্রেলারেও রণবীরকেও সেনার পোশাকে ওভাবেই ছুটতে দেখা যায়।

এ ছাড়া চলন্ত ট্রেনের সামনে দিয়ে লাল রংয়ের একটি গাড়িতে চেপে বেরিয়ে যায় রণবীর অভিনীত চরিত্রটি। একই রকম একটি ছবি রয়েছে টিনটিন-এর একটি গল্পে। ‘জাগ্গা জাসুস’-এ রয়েছে ট্রেনের ওপর দিয়ে হাঁটার ও একটি  নৌকায় দাঁড় বেয়ে চলার দৃশ্য। এই দুটি দৃশ্যই রয়েছে টিনটিনের কমিক বইটিতে।  

* ‘জাগ্গা জাসুস’-এর ট্রেলার: 

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।