ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

আবার ডুব দেবো: অপু বিশ্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জুলাই ৫, ২০১৭
আবার ডুব দেবো: অপু বিশ্বাস অপু বিশ্বাস, ছবি: বাংলানিউজ

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ১০ মাসের জন্য অন্তরালে গিয়েছিলেন। ফিরে এসে হৈ চৈ ফেলে দিয়েছেন। এখনও আলোচনার শীর্ষে এই নায়িকা। বুধবার (৫ মে) বিকেলে বাংলানিউজের সঙ্গে আলাপে অপু জানালেন, আবার যোগাযোগ বিচ্ছিন্ন হতে যাচ্ছেন তিনি। কিন্তু কেন?

অপু বিশ্বাস বলেন, “ফিরে আসার পর থেকে সাংবাদিকদের সঙ্গে সার্বাক্ষণিক যোগাযোগ রক্ষার চেষ্টা করেছি। পত্রিকা ও অনলাইনে সাক্ষাৎকার দিয়েছি, বিভিন্ন টিভি অনুষ্ঠানে অংশ নিয়েছি।


ভক্তদের ভালোবাসায় আমার ‘রাজনীতি’ও ভালো চলছে। নতুন ছবি শুরু করার আগে একটু বিরতি দরকার, নিজেকে সময় দেওয়া দরকার। তাই আবার ডুব দেবো ভাবছি। ”

ভক্তদের অভয় দিয়ে অপু জানান, অতীতের পুনরাবৃত্তি নয়, নিজেকে সম্পূর্ণভাবে প্রস্তুত করার জন্য একান্তে সময় কাটাতে চান তিনি। এ কারণে ব্যস্ততা কমিয়ে শরীরচর্চায় মনোনিবেশ করবেন অপু। এক দেড়মাসের একটি বিরতি নেবেন, নিজেকে প্রস্তুত করে তবেই ফিরবেন তিনি। তখনই নতুন ছবির ঘোষণা দিতে চান আলোচিত এই অভিনেত্রী।     

অপু জানান, ঈদে মুক্তি পাওয়া ‘রাজনীতি’ ছবিটি নিয়ে আরও বেশি উচ্ছ্বসিত হতে পারতেন তিনি। কিন্তু নানা কারণে ছবিটি অপেক্ষাকৃত কম প্রেক্ষাগৃহ পায়। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী  ঈদের দিন সিনেমাহলে যাওয়া হয়নি, হলের সামনে তোলা হয়নি সেলফি, আসা হয়নি ফেসবুক লাইভে। বিষয়টি তাকে ব্যথিত করছে।

অপু বলেন, “আমি কথা দিয়েছিলাম ভক্তদের সঙ্গে ছবিটির সফলতা উদযাপন করবো। আমি অবশ্যই কথা রাখবো। ভবিষ্যতে অন্য কোনো ঈদে অন্য কোনো ছবির জন্য এই কথা তোলা রইলো। আমার বিশ্বাস, ঢাকাসহ সারা দেশে ‘রাজনীতি’ ছবিটি আরও বেশি হল পাবে, দর্শক টানবে। সবাইকে অনুরোধ করবো, ছবিটি উপভোগ করুন। দেশীয় চলচ্চিত্রের সঙ্গে থাকুন। ” 

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।