ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

আগুনের ৫ মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, জুলাই ৫, ২০১৭
আগুনের ৫ মিউজিক ভিডিও আগুন, ছবি: সংগৃহীত

নতুন গান প্রকাশ হয়েছিলো কিছুদিন আগে। এবার আসছে সেগুলোর ভিডিও। একে একে পাঁচটি মিউজিক ভিডিও প্রকাশ করবেন জনপ্রিয় গায়ক-অভিনেতা আগুন।

তরুণ শিল্পী স্মরণকে নিয়ে আগুন প্রকাশ করেছিলেন ‘বেঁচে থাকার কারণ’ অ্যালবামটি। সেখানে আছে দ্বৈত ও একক গান।

অ্যালবামের ‘হৃদয়ে আগুন’, ‘হৃদয়ের ভাঁজে ভাঁজে’ ও ‘বেঁচে থাকার কারণ’ গানগুলোর ভিডিও প্রকাশ হয়েছে সংগীতার ইউটিউব চ্যানেলে। এগুলোতে মডেলের পাশাপাশি রয়েছে আগুনের উপস্থিতি।

বাংলানিউজের সঙ্গে আলাপে আগুন বলেছেন, ‘ঈদের আগে-পরে পাঁচটি গানের শুটিং করেছি। এগুলো পর্যায়ক্রমে প্রকাশ হচ্ছে। ’

আগুন জানান, গান নিয়ে তার ব্যস্ততা বাড়েনি। নতুন গান-ভিডিওগুলো ভক্তরা উপভোগ করবেন বলে তার বিশ্বাস।  

কয়েক বছর ধরে নাটকে সময় দিচ্ছেন আগুন। দেখা গেছে চলচ্চিত্রেও। জানালেন এখন তার হাতে দুটি ধারাবাহিক। এগুলোর নাম ‘জলরং’ ও ‘তিন পাগলের মেলা’। ঈদুল ফিতর উপলক্ষে এনটিভিতে প্রচার হয়েছিলো আগুনের একক গানের অনুষ্ঠান ‘স্মৃতিরা পোহায় রোদ্দুর’।  

* ‘হৃদয়ে আগুন’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।