ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

প্রেম করছি না: নাদিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
প্রেম করছি না: নাদিয়া নাদিয়া খানম, ছবি: সংগৃহীত

নিজের জন্মদিন নিয়ে কথা বলছিলেন জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া খানম। জানালেন, একটু আগে (৬ জুলাই দুপুর) লাল রঙের বিশাল একটি টেডি বিয়ার উপহার পেয়েছেন তিনি, জন্মদিন বলে কথা! 

প্রায় ১০ বছরের ক্যারিয়ারে নাদিয়া অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ কিছু নাটক, টেলিছবি, স্বল্পদৈর্ঘ্য ছবি ও মিউজিক ভিডিওতে। এর মধ্যে বিরতিও নিয়েছিলেন।

একান্ত ব্যক্তিগত কারণে বছর খানেকের জন্য অভিনয় ছেড়ে দিয়েছিলেন। ওই সময়টাতে মনোনিবেশ করতে পারছিলেন না কাজে। শুভদিনে বলছিলেন সেসব কষ্টের কথাও।

প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন নাদিয়া। বললেন, ‘২০১৪ সালের শুরুর দিকে নতুন করে কাজে ফিরেছি। এখন পুরোপুরি কাজ নিয়ে ব্যস্ত আছি। সবাই আমাকে সুন্দরভাবে গ্রহণ করেছেন। কাজের বাইরে অন্য কিছু নিয়ে ভাবছি না। ’

নাদিয়া জানান, এবারের জন্মদিনটি ধুমধাম করে পালন করছেন। সন্ধ্যায় বন্ধু, সহকর্মী আর পরিবারের সদস্যদের নিয়ে কাটাবেন।  

একজন অভিনেতার সঙ্গে আপনার প্রেমের সম্পর্ক চলছে। বিয়ে করছেন কবে— এমন প্রশ্নের জবাবে নাদিয়া বলেন, ‘অনেক সহকর্মীর সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কারোর সঙ্গে প্রেম করছি না। আর বিয়ের ব্যাপারটা উপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছি। অচিরেই বিয়ে করছি না, এটি জানি। সত্যি বলতে কী, এই যুগে লাভ ম্যারেজ সফল হয় না। অধিকাংশ ক্ষেত্রে তেমনটিই ঘটছে, দেখছি। ’   

ঈদুল ফিতর উপলক্ষে নাদিয়া অভিনীত ৬টি নাটক-টেলিছবি প্রচার হয়েছে। এর অধিকাংশেরই ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি। বিশেষ করে তাহসানের সঙ্গে ‘আবারো’, মোশাররফ করিমের সঙ্গে ‘মাহিনের নীল তোয়ালে আর তৌসিফ মাহবুবের সঙ্গে ‘স্প্রিং রেইন’ অন্যতম।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।