ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

প্রিয় গিটার বিক্রি করে দিচ্ছেন বাচ্চু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
প্রিয় গিটার বিক্রি করে দিচ্ছেন বাচ্চু আইয়ুব বাচ্চু, ছবি: বাংলানিউজ

খ্যাতিমান ব্যান্ড তারকা ও গিটার বাদক আইয়ুব বাচ্চু নিজের প্রিয় গিটারগুলো বিক্রি করে দিচ্ছেন। এই মর্মে নিজের ফেসবুকে হতাশাব্যাঞ্জক পোস্ট দিয়েছেন তিনি। বাচ্চুর এমন সিদ্ধান্তে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। 

যার গিটারের যাদুকরি সুরে মেতেছে অগণিত শ্রোতা, ঘণ্টার পর ঘণ্টা শুধু গিটারের সুরে মুগ্ধ তরুণ-তরুণীরা, যার সংগ্রহে রয়েছে কয়েক ডজন উন্নতমানের গিটার—  সেই বাচ্চুই সিদ্ধান্ত নিয়েছেন গিটার বিক্রির! কিন্তু কেন?

বুধবার (৫ জুলাই) নিজের ফেসবুকে একটি স্ট্যাটাসে বাচ্চু লিখেছেন, ‘আমার ভীষণ ইচ্ছে ছিলো আমার গিটারগুলো নিয়ে গিটার বাজিয়েদের সাথে নিয়ে দেশব্যাপী একটা গিটার প্রতিযোগিতা অনুষ্ঠান করার। যেখানে এই গিটার গুলো বাজিয়ে বিজয়ীরা জিতে নেবে আমার প্রাণের চেয়ে ও প্রিয় এক একটি গিটার… !

কিন্তু কিছুদিন চেষ্টা করার পরও যখন কোনো স্পন্সর পেলামই না গিটারগুলো তরুণদের হাতে তুলে দিতে তাদের মেধার মূল্যায়ন স্বরূপ।

তারা প্রাণ উজাড় করে গিটার বাজাবে আর আমরা আনন্দের সাথে শুনবো, দেখবো এবং উৎসাহ দেবো যাতে করে প্রজন্ম থেকে প্রজন্ম যেন এটা একটা নতুন দৃষ্টান্ত হয়ে থাকে। কিন্তু হয়ে ওঠেনি আমার স্বপ্নের বাস্তবায়ন ! কারণ হয়তোবা আমার স্বপ্নটা একটু বেশিই বড়ই ছিলো গিটার নিয়ে! আর তাছাড়া গিটারগুলো রক্ষণাবেক্ষণও বেশ কষ্টকর। ’ 

এলআরবির এই গায়ক আরও লিখেছেন, ‘তাই আমি ঠিক করেছি, প্রথম এই ৫টা গিটার বিক্রি করে দেবো তাদের কাছে যারা গিটার বাজায় কিংবা যারা আমার গিটারগুলো সংরক্ষণে রাখতে চায়। এই অফারটা শুধু আজ (বুধবার) এখন থেকে আগামী ৫ দিনের জন্য থাকবে মাত্র। '

স্ট্যাটাসে আইয়ূব বাচ্চু গিটার কেনার জন্য যোগাযোগের একটি মোবাইল নম্বর দিয়েছেন। সেটি হলো +880 1973020840

বিক্রির তালিকায় পাঁচটি গিটার হলো- (১) ErnieBall MUSIC MAN #AXIS, made in USA (২) CARVIN #JB, made in USA (৩) CARVIN, made in USA (৪) CHARVEL, made in USA ও (৫) ErnieBall MUSIC MAN #JP

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।