ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

নায়িকা হিসেবে পূজা কেমন?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, জুলাই ৭, ২০১৭
নায়িকা হিসেবে পূজা কেমন? ‘নূর জাহান’ ছবির পোস্টারে পূজা ও অদ্রিত

শিশুশিল্পী হিসেবে পরিচিতি ছিলো। এবার নায়িকা হিসেবে আসছেন পূজা চেরি। তাও আবার দেশের নামী প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিতে! সঙ্গত কারণেই উচ্ছ্বসিত মেয়েটি। 

শুক্রবার (৭ জুলাই) সকালে যৌথ প্রযোজনার ছবি ‘নূর জাহান’-এর ফার্স্টলুক প্রকাশ হলো অনলাইনে। এ প্রসঙ্গে পূজা বাংলানিউজকে বলেন, ‘প্রথমবার নায়িকা হিসেবে কাজ করতে গিয়ে বেশ কিছু সুন্দর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি।

সবার সহযোগিতা পাচ্ছি। এখনও কিছু কাজ বাকি। আশা করছি সব ঠিকঠাক শেষ হবে। ’

পূজা জানান, কলকাতা ও মুর্শিদাবাদে ছবিটির অর্ধেক অংশের শুটিং শেষ হয়েছে। অচিরেই বাংলাদেশের বিভিন্ন স্থানে কাজ হবে।      

‘পোড়ামন ২’ এর মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হওয়ার করা থাকলেও পূজার প্রথম ছবি হতে যাচ্ছে ‘নূর জাহান’। ঢাকার জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে ‘নূর জাহান’ প্রযোজনা করছে কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশন, সঙ্গে আছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। পরিচালনা করছেন অভিমন্যু মুখোপাধ্যায় ও আবদুল আজিজ।  

নায়িকা হিসেবে পূজা কেমন? এমন প্রশ্নের জবাবে হাসলেন তিনি। বললেন, ‌‌'আমি চেষ্টা করেছি।  ছবি মুক্তির পর দর্শকরাই বলবেন আমি কেমন। '
 
ছবিটিতে পূজার নায়ক থাকছেন নবাগত অদ্রিত। ধারনা করা হচ্ছে, আলোচিত মারাঠি ছবি ‘সাইরত’ এর রিমেক ‘নূর জাহান’। এতে নূর ও জাহান নামের দুই তরুণ-তরুণীর চরিত্রে দেখা যাবে অদ্রিত ও পূজাকে। ছবিটির মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি।  

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।