ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

চার তারকার সেই গান আবার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, জুলাই ৭, ২০১৭
চার তারকার সেই গান আবার ছবি: সংগৃহীত

‘নিন্দ চুরায়ে মেরি’ গানটির সঙ্গে পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন অজয় দেবগণ, কাজল, আমির খান ও জুহি চাওলা। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন কুমার শানু, অলকা ইয়াগনিক, উদিত নারয়ণ ও কবিতা কৃষ্ণমূর্তি। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইশক’ ছবির জনপ্রিয় এই গানটি নতুনভাবে ব্যবহার করা হচ্ছে নতুন একটি ছবিতে। এর নাম ‘গোলমাল এগেইন’। এতে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন অজয় দেবগণ। 

বলিউডের ছবিতে পুরনো দিনের গান নতুনভাবে ব্যবহারের ট্রেন্ড চলছে। এরই ধারাবাহিকতায় ফিরছে ‘নিন্দ চুরায়ে মেরি’।

আনু মালিকের সুরারোপিত এই গান নতুন সংগীতায়োজন করছেন তারই ভাতিজা আরমান মালিক। এটি ট্রিবিউট করা হচ্ছে আলোচিত এই সংগীতকারকে।

‘গোলমাল এগেইন’-এর শিল্পীরা ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজির এই কিস্তিতে অজয়ের পাশাপাশি অভিনয় করছেন পরিনীতি চোপড়া, টাবু, তুষার কাপুর, আরশাদ ওয়ার্সি, প্রকাশ রাজ, কুনাল খেমু প্রমুখ। এটি পরিচালনা করছেন রোহিত শেঠি। ‘গোলমাল এগেইন’ মুক্তির সম্ভাব্য তারিখ ১৯ অক্টোবর।  

* ‘নিন্দ চুরায়ে মেরি’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।