ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

‘এটি একটি শিক্ষনীয় নাটক’ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জুলাই ৭, ২০১৭
‘এটি একটি শিক্ষনীয় নাটক’ (ভিডিও) ‘উপহার’ নাটকের ‍দৃশ্য

‘এটি একটি শিক্ষনীয় নাটক। আমার বেশ পছন্দের কাজ, গল্প আর নির্মাণও ভালো। তবে দিনে দিনে এটি আরও বেশি দর্শক টানবে বলে মনে হচ্ছে’— বলেছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। নিজের ‘উপহার’ নাটকটি নিয়ে এমন কথা বলেন তিনি। 

‘হয়তো এবারের ঈদের শ্রেষ্ঠ নাটক’, ‘আমিও সবার মতো চোখের পানি ধরে রাখতে পারলাম না’, ‘খুব ভালো লাগলো’, ‘এটি একটি শিক্ষনীয় নাটক’— ইউটিউবে প্রকাশিত ‘উপহার’ নাটকের মন্তব্যের ঘরে এভাবেই ভালো লাগার কথা জানিয়েছেন দর্শকেরা। এমন একটি নাটকে অভিনয় করার জন্য জনপ্রিয় অভিনেতা নিলয়কে ধন্যবাদও জানিয়েছেন কোনও কোনও ভক্ত।

বাংলা ঢোলের প্রযোজনায় ঈদুল ফিতরে বাংলাফ্লিক্স ও ইউটিউবে উন্মুক্ত করা হয়েছিলো ‘উপহার’ নাটকটি। এতে নিলয়ের পাশাপাশি অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর, হাসান ইমাম, শর্মিলী আহমেদ প্রমুখ। পরিচালনা করেছেন সাকিব রায়হান।

‘উপহার’-এর পাশাপাশি সাত পর্বের ‘প্রেম করা নিষেধ’, ‘মধ্যরাতের তস্কর’, ‘বিন্দু নাকি রেখা’, ‘অবশেষে গল্পটি প্রেমের’, ‘নেতা ভার্সেস অভিনেতা’, ‘ময়ুর স্বপ্ন’ প্রভৃতি নাটকগুলোর জন্য ইতিবাচক সাড়া পাচ্ছেন নিলয়।  

নিলয় জানান, এবারের ঈদে বেশ কিছু ভালো মানের নাটক-টেলিছবি প্রচার হয়েছে। এর মধ্যে আছে কম বাজেট ও বেশি বাজেটের নাটক। এটি ভালো ব্যাপার। কিন্তু একটি সমস্যার কথাও তুলে ধরলেন এই অভিনেতা।

নিলয় বলেন, ‘দুই লক্ষ টাকার বাজেটের নাটক চলার সময় অন্য চ্যানেলে ১০ লক্ষ টাকার নাটক চললে দর্শক সেটির দিকেই ঝুঁকবে। এ কারণে অনেক ভালো মানের নাটক অগোচরে থেকে যায়। এবারের ঈদ আয়োজনে এই বিষয়টি বেশি পরিলক্ষিত হয়েছে। ’
 
* উপভোগ করুন নাটক ‘উপহার’:  

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।