ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

অসুস্থ অভিনেতা রাতিনের পাশে শিল্পী সমিতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জুলাই ৭, ২০১৭
অসুস্থ অভিনেতা রাতিনের পাশে শিল্পী সমিতি ছবি: সংগৃহীত

চলচ্চিত্রে মন্দ মানুষের চরিত্রে অভিনয় করে সমধিক পরিচিতি পেয়েছেন। মঞ্চ ও টিভি নাটকেও রয়েছে তার বিচরন। অভিনেতা রাতিন অসুস্থ হয়ে হাসপাতালে শয্যাশায়ী। তাকে দেখতে গিয়েছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

রাতিন রাজধানীর ন্যাশনাল মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান  শুক্রবার (৭ জুলাই) বিকেলে হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন।

এ সময় তার সঙ্গে ছিলেন ফাইট ডিরেক্টর আতিকুর রহমান চুন্নু

জায়েদ খান জানান, লিভার ও কিডনিজনিত রোগে ভুগছেন রাতিন। গুণী এই অভিনেতার পাশে দাঁড়িয়েছে শিল্পী সমিতি। রাতিনের রোগমুক্তির জন্য সবার দোয়া চেয়েছে তার পরিবার।  

‘দেবদাস’, ‘হারানো সুর’, ‘শুকতারা’, ‘জবাব চাই’, ‘স্নেহের প্রতিদান’, ‘চোরের বউ’, ‘মহান বন্ধু’, ‘লালু সর্দার’, ‘স্বার্থপর’ প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেছেন রাতিন। এর বাইরে দুই শতাধিক টিভি নাটকে অভিনয় করেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।