ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

চিরকুটের জিঙ্গেল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
চিরকুটের জিঙ্গেল চিরকুট ব্যান্ডের সদস্যরা, ছবি: সংগৃহীত

বিজ্ঞাপনচিত্রটির দৈর্ঘ্য চার মিনিট। দৃশ্যধারণ হয়েছে দেশের ২১টি স্থানে। এমন একটি টিভিসির জন্য জিঙ্গেল তৈরি করেছে জনপ্রিয় ব্যান্ড চিরকুট। 

গাজী টায়ারস নিয়ে এসেছে অন্যতম দীর্ঘ টেলিভিশন কমার্শিয়াল ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’। এটি তৈরি করেছেন আশফাকুজ্জামান বিপুল।

হাসিব হাসান চৌধুরীর কথায় জিঙ্গেলে পাওয়া যাবে চিরকুটের সুমির কণ্ঠ।

এই টিভিসি নিয়ে এরই মধ্যে ডিজিটাল ক্যাম্পেইন শুরু করা হয়েছে। ‘গাজী টায়ারস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ ক্যাম্পেইনে জিঙ্গেলটির শুরুর অংশ ‘ডাকছে আগামী, পিছু ফিরে কে তাকায়, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, সমৃদ্ধির চাকায়’ খালি গলায় গেয়ে ভিডিও রেকর্ড করে ফেসবুক থেকে আপলোড করার আহবান জানানো হয়েছে।  

অংশগ্রহণকারীদের মধ্য থেকে ফেসবুকে ভোট ও বিচারকদের নম্বরের ওপর ভিত্তি করে তিনজন বিজয়ীকে দেওয়া হবে চিরকুট তথা সুমির সঙ্গে ডিনারের সুযোগ। ক্যাম্পেইনের নিয়মাবলী ও বিস্তারিত দেওয়া আছে গাজী টায়ারসের অফিসিয়াল ফেসবুক পাতায়।  

* ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’: 

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।