ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

কি করে বোঝাবেন শহীদ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
কি করে বোঝাবেন শহীদ! সৈয়দ শহীদ, ছবি: সংগৃহীত

‘কি করে বোঝাই’ শিরোনামের গান বেঁধেছেন গায়ক শহীদ। ‘এক জীবন’খ্যাত এই শিল্পীর নতুন এককের শিরোনাম গান এটি। অচিরেই বাজারে আসছে অ্যালবামটি। 

৩ গানের (ইপি) অ্যালবামে গান লিখেছেন এমদাদ সুমন, একেএম রিপন ও হুমায়ুন। তিনটি গানেরই সুর-সংগীতায়োজন করেছেন অনিম খান।

এটি প্রকাশ করবে সিডি চয়েস মিউজিক নামে নতুন একটি কোম্পানি। শহীদের সঙ্গে টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন কনিকা।

‘কী করে বোঝাই’ সম্পর্কে সৈয়দ শহীদ বলেছেন, ‘এ প্রজন্মের শ্রোতাদের ভালোলাগাকে প্রাধান্য দিয়েই গানগুলো তৈরি করা হয়েছে। সত্যি বলতে টাইটেল ট্র্যাকটি শুনে অনেকেই ইতিবাচক মন্তব্য করছেন। আশা করছি অন্য দুটি গানও তাদের ভালো লাগবে। ’

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।