ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

কোয়েল মল্লিকের ফেরা (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
কোয়েল মল্লিকের ফেরা (ভিডিও) ‘ছায়া ও ছবি’র দৃশ্য

প্রায় দু’ বছর পর বড়পর্দায় ফিরছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।  ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বেশ করেছি প্রেম করেছি’ ছিলো তার শেষ ছবি৷ কোয়েলের কামব্যাক হচ্ছে ‘ছায়া ও ছবি’র মাধ্যমে। এর প্রথম গান ‘একলা একলা’ উন্মুক্ত করা হয়েছে ইউটিউবে। 

কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবিটিতে কোয়েলের ঠোঁটের গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। এতে সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।

 

এই বছরই মুক্তি পাবে ‘ছায়া ও ছবি’। এতে কোয়েলের সহশিল্পী আবির চট্টোপাধ্যায়,  ঋত্বিক, চূর্ণী গঙ্গোপাধ্যায়, বরুন চন্দ, প্রিয়াঙ্কা সরকার প্রমুখ।  

ছবির গল্প সম্পর্কে বলা হচ্ছে, এটি ‘সিনেমার মধ্যে একটি সিনেমা’।  ছবিটিতে নির্মাতার ভূমিকায় থাকছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়।  প্রযোজক হিসেবে দেখা যাবে বরুণ চন্দকে। এখনও এর কিছু অংশের শুটিং বাকি থাকলেও চলে এসেছে গান ও টিজার।  

* ‘একলা একলা’ গানের ভিডিও:

 বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।