ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

ব্যর্থ হয়েও নজির রাখছেন সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
ব্যর্থ হয়েও নজির রাখছেন সালমান ছবি: সংগৃহীত

বরাবরই দিল দরিয়া সুপারস্টার সালমান খান। আক্ষরিক অর্থে বলিউডের ‘বিইং হিউম্যান’ তিনি, এমন নজির রেখেছেন আগেও। নতুন ছবি ‘টিউবলাইট’ ব্যবসাসফল না হওয়ার দায় নিজের ঘাড়ে নিচ্ছেন সালমান।

মুক্তির পর অর্ধমাস কেটে গেলেও ছবির আয় বলতে একশো কোটির সামান্য বেশি। সালমানের ছবির এমন দশা কী মেনে নেওয়া যায়? খোদ ‘ভাইজান’ই নাকি মেনে নিতে পারছেন না এই কঠিন বাস্তবতা।

কিন্তু ব্যবসার অংক না মেনে উপায় কী? ব্যর্থতার যাবতীয় দায় নাকি নিজের কাঁধেই নিতে চলেছেন সালমান। শেষ খবর অনুযায়ী, ‘টিউবলাইট’-এর ভরাডুবির দায় নিজের ঘাড়ে নিয়ে ডিস্ট্রিবিউটরদের ক্ষতিপূরণ দিতে যাচ্ছেন সালমান।

ছবির সাফল্যের কারণ যেমন তিনি। তেমনই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার দায়ও তারই— এমনটাই বিশ্বাস এই অভিনেতার। এ জন্যই ডিস্ট্রিবিউটরদের টাকা ফেরত দেবেন বলে মনস্থির করে ফেলেছেন। শোনা যাচ্ছে, অচিরেই ছবির ডিস্ট্রিবিউটরদের সঙ্গে বৈঠকে বসবেন সালমান ও তার বাবা সেলিম খান। বৈঠকের পর প্রায় ৫০ থেকে ৫৫ কোটি টাকা তুলে দেওয়া হবে ছবি না চলার ক্ষতিপূরণ হিসেবে।

প্রথা মেনে ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিলো ‘টিউবলাইট’। আগের ছবিকে ছাড়িয়ে যাবে, এমন আভাসও পাওয়া যাচ্ছিলো। কিন্তু বক্স অফিসে ঠিকঠাক জ্বলে উঠতে পারেনি আলোচিত ‘টিউবলাইট’।  

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।