ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

শুটিং না করেই কপিলের শো ছাড়লেন শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, জুলাই ৯, ২০১৭
শুটিং না করেই কপিলের শো ছাড়লেন শাহরুখ শাহরুখ খান ও কপিল শর্মা (ছবি: সংগৃহীত)

খুব শিগগিরই মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত ‘জাব হ্যারি মেট সেজাল’। যেখানে বলিউডের এই সুপারস্টারের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী আনুশকা শর্মাকে। ছবিটির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ-আনুশকা।

শুক্রবার(৭ জুলাই) ছবিটির প্রচারণার জন্য ‘দ্য কপিল শর্মা শো’-এর সেটে হাজির হন শাহরুখ। কিন্তু হঠাৎ করেই কপিল অসুস্থ হয়ে পড়লে শুটিং বন্ধ করা হয়।

এ প্রসঙ্গে কপিলের একটি ঘনিষ্ঠসূত্র জানান, শুটিংয়ের জন্য প্রস্তুত ছিলেন শাহরুখ। কিন্তু তাকে শুটিং না করেই ফেরত যেতে হয়েছে কারণ কপিল অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এমনকি সহকর্মীদের সঙ্গে চিত্রনাট্য পড়ার সময় কপিল জানান, তিনি অস্বস্তিবোধ করছেন। পরে চেক আপ করানোর জন্য হাসপাতালে যান এবং সেখানে ভর্তি হন।

কয়েক সপ্তাহ আগে রক্তে শর্করা কমে যাওয়ায় ও উচ্চ রক্তচাপজনিত সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন কপিল শর্মা।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।