ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

‘এটি খুবই দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, জুলাই ৯, ২০১৭
‘এটি খুবই দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ’ গোবিন্দ ও রণবীর কাপুর (ছবি: সংগৃহীত)

খুব শিগগিরই মুক্তি পাবে অনুরাগ বসু পরিচালিত ‘জাগ্গা জাসুস’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। এছাড়া ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন গোবিন্দ। কিন্তু চিত্রনাট্যের প্রয়োজনে বাদ দিয়ে দেওয়া হয় গোবিন্দর দৃশ্যটি। 

এ কারণে শুক্রবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পরিচালক অনুরাগ বসু ও প্রযোজক রণবীরের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন বর্ষীয়ান এই অভিনেতা। সম্প্রতি সেই টুইটের উত্তর দিয়েছেন রণবীর।

যেখানে কোনো তর্ক-বিতর্ক না করে সরাসরি গোবিন্দার কাছে ক্ষমা চাইলেন তিনি।

এ প্রসঙ্গে রণবীর তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত সম্পূর্ণ দৃশ্যটি বাদ দেওয়া হয়েছে। এটি আমার ও অনুরাগ বসুর ভুল। ছবিটি অনেক বড় হয়ে গিয়েছিলো। তাছাড়া ওই চরিত্রটিরও পুরোপুরি বদল হয়েছে। এটি খুবই দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ। গোবিন্দার মতো একজন কিংবদন্তি অভিনেতার প্রতি অন্যায়। কিন্তু সবটাই ছবির প্রয়োজনে করা। ’

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।