ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

জয়ার হাতে আরেকটি পুরস্কার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
জয়ার হাতে আরেকটি পুরস্কার জয়া আহসান, ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আবারও। ক’দিনের মধ্যে সেটি তার হস্তগত হবে। এরই মধ্যে জানালেন আরেক পুরস্কারের খবর।

 

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ড (আইবিএফএ) ২০১৭-এ সেরা অভিনেত্রীর সমালোচক পুরস্কার পেলেন জয়া আহসান। কলকাতায় কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘বিসর্জন’ ছবির জন্য এ স্বীকৃতি পান তিনি।

নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স (এনএবিসি) এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয় আইবিএফএ-২০১৭। পুরস্কারের খবরটি আইবিএফএ’র ফেসবুক পাতায় জানানো হয়। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়াও শেয়ার করেছেন স্থিরচিত্র।

জয়া ছাড়াও একই ছবির জন্য সমালোচকদের বিচারে সেরা পরিচালকের পুরস্কার পান কৌশিক গাঙ্গুলি। পার্শ্ব অভিনেতার স্বীকৃতিও জুটেছে তার ভাগ্যে।

‘বিসর্জন’ মুক্তি পায় বৈশাখে। মুক্তির আগেই পেয়েছিলো আঞ্চলিক ভাষায় নির্মিত সেরা ছবির জাতীয় পুরস্কার। ‘বিসর্জন’-এ জয়া চরিত্রের নাম পদ্মা।  

‘বিসর্জন’-এর পর স্বল্পদৈর্ঘ্য ‘ভালোবাসার শহর’ দিয়েও প্রশংসা পাচ্ছেন জয়া।

ওপারে মুক্তির অপেক্ষায় আছে তার অন্য ছবি ‘আমি জয় চ্যাটার্জি’। কবি জীবনানন্দ দাশের জীবনী অবলম্বনে নির্মিত একটি ছবিতেও থাকছেন তিনি। আর এপারে ‘খাঁচা’, ‘পুত্র’, ‘লাল মোরগের ঝুঁটি’, ‘পেয়ারার সুবাস’, ‘বিউটি সার্কাস’ ও ‘দেবী’ নামের ছবিগুলোর অভিনেত্রী জয়া। সব মিলিয়ে দারুণ সুসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আলোচিত এই শিল্পী।  

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।