ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

ওমানে বসছে দেশীয় তারার মেলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
ওমানে বসছে দেশীয় তারার মেলা শাকিব খান, মিম, আসিফ আকবর ও পড়শি (ছবি: সংগৃহীত)

শাকিব খান, বিদ্যা সিনহা মিম, মিশা সওদাগর, বিপাশা কবির, ডন, কুদ্দুস বয়াতি, আসিফ আকবর, পড়শি, প্রীতম হাসান— চলচ্চিত্র ও গানের এমন একঝাঁক তারকা নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢালিউড ব্লাস্ট’। দেশে নয়, সুদূর ওমানে নাচে-গানে মঞ্চ মাতাবেন তারা।

ওমান প্রবাসী বাংলাদেশিদের কোরবানির ঈদের খুশি দ্বিগুন করতে ১৪ সেপ্টেম্বর বসছে এই আসর। তৌফিক ইউনাইটেড কোম্পানি এলএলসি ও তৌফিক ইউনাইটেড কোম্পানি এলএলসি-এর ব্যবস্থাপক তৌফিক-উদ-জামান পলাশের আয়োজনে ওমানের রাজধানী মাস্কটের কুরুম সিটি অ্যাম্ফি থিয়েটারে হবে ‘ঢালিউড ব্লাস্ট’।

 অনুষ্ঠানটি পরিচালনা করবেন নির্মাতা অনন্য মামুন। উপস্থাপনা করবেন তানভীর তারেক ও কলকাতার পায়েল মুখার্জি।  

মামুন জানান, আয়োজনটি সফলভাবে শেষ করার জন্য ওমানে অবস্থিত বাংলাদেশি দূতাবাস সার্বিকভাবে সহযোগিতা করছে।  

‘ঢালিউড ব্লাস্ট’-এর আয়োজকরা (ছবি: সংগৃহীত) আয়োজকদের মতে, ওমান প্রবাসী প্রায় ৯ হাজার বাংলাদেশি অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন।  

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।