ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

আবারও প্রযোজনায় আসছেন শাবানা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
আবারও প্রযোজনায় আসছেন শাবানা মুশফিকুর রহমান গুলজার, শাবানা ও বদিউল আলম খোকন (ছবি: সংগৃহীত)

জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শাবানা নতুন করে অভিনয় করবেন না। তবে চলচ্চিত্রের সঙ্গে তার বন্ধন দৃঢ় হচ্ছে। ফের প্রযোজক হিসেবে দেখা যাবে তাকে। শাবানার এসএস প্রডাকশনসের ব্যানারে নতুন ছবি তৈরি করবেন তারই স্বামী ওয়াহিদ সাদিক।

১০ জুলাই সন্ধ্যায় শাবানার বারিধারার বাসায় এক আড্ডায় এই  ঘোষণা দিয়েছেন শাবানা ও ওয়াহিদ সাদিক। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন।

 

গুলজার বাংলানিউজকে বলেন, “পরিচালক সমিতির পক্ষ থেকে  দেওয়া ‘ওরা ১১ জন’-এর শিল্পী-কুশলীদের পুরস্কার পৌঁছে দেওয়ার জন্য শাবানা ম্যাডামের বাসায় গিয়েছিলাম। সেখানে তিনি ও তার স্বামী ফের চলচ্চিত্র প্রযোজনা করার  ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। তাদের এমন ভাবনায় আমরা খুশি হয়েছি। তাদের আতিথেয়তায় আমরা মুগ্ধ হয়েছি। সব মিলিয়ে দারুণ একটি সন্ধ্যা কেটেছে। "

ওয়াহিদ সাদিক, শাবানা, গুলজার ও খোকন (ছবি: সংগৃহীত)গুলজার জানান, প্রায় ২০ বছর পর শাবানার হাতের রান্না খেয়েছেন তিনি। সেখানেই দেখা হয়েছিলো শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরের সঙ্গে। তিনি পৃথক কাজে শাবানার কাছে গিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।