ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

শিমু-তৌসিফের ‘অহর্নিশ ভালোবাসা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
শিমু-তৌসিফের ‘অহর্নিশ ভালোবাসা’ ‘অহর্নিশ ভালোবাসা’ নাটকের দৃশ্যে সুমাইয়া শিমু ও তৌসিফ মাহবুব

দীপান্বিতা খান দীপা ছোটপর্দার নামি ও সফল র্নিমাতা ।  এক সময় তিনি সেচ্ছায় মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেন। কিছুদিন পর আবার ফেরার সিদ্ধান্ত নেন দীপা। এর মাঝে ঘটে কিছু ঘটনা। 

এ সময় গ্রাম থেকে দীপার বাসার কেয়ার টেকারের কাছে আসে ভাগ্নে সাহিল, উদ্দেশ্য শহরে পড়াশোনা করা। এদিকে সাহিলের সঙ্গে দীপা নিজের প্রয়োজনে ভালোবাসার সর্ম্পক গড়ে তুলতে চায়।

কিন্তু ছেলেটি দীপাকে পাত্তা না দিলেও এক সময় রাজি হয়। এভাবেই চূড়ান্ত পরিনতির দিকে এগিয়ে যায় গল্প।  

শুক্রবার (১৪ জুলাই) রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে এমন কাহিনির নাটক ‘অহর্নিশ ভালোবাসা’। আহসান হাবিব সকালের রচনায়  মাহাবুব সুমন পরিচালনায় এতে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, তৌসিফ মাহবুব, রাইসুল ইসলাম আসাদ, খায়রুল আলম টিপু, শহীদুল্লাহ সবুজ, আলী ফাইয়ান, মৌসুমী সরকার প্রমুখ।  
 
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।