ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

‘আমার ছবি চালাবেন না ঠিক আছে, দেশের ছবি চালান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
‘আমার ছবি চালাবেন না ঠিক আছে, দেশের ছবি চালান’ রিয়াজ, ছবি: সংগৃহীত

চলচ্চিত্র প্রদর্শক সমিতি প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, চিত্রনায়ক রিয়াজ, অভিনেতা মিশা সওদাগর ও প্রযোজক খোরশেদ আলম খসরুর কোনো ছবি তারা প্রদর্শন করবেন না। এর প্রতিক্রিয়া জানিয়ে রিয়াজ বলেছেন, ‘আমার ছবি চালাবেন না ঠিক আছে, দেশের ছবি চালান, দেশীয় চলচ্চিত্রের উন্নয়ন হবে এমন ছবি প্রদর্শন করুন।’

১১ জুলাই গণমাধ্যমে দেওয়া জরুরি বার্তায় প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ জানিয়েছেন, ‘এখন থেকে চিত্রনায়ক রিয়াজ, অভিনেতা মিশা সওদাগর ও প্রযোজক খসরুর কোনো ছবি চালাবে না প্রদর্শক সিমিতির সদস্য হল মালিকরা। ’

জানা গেছে, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ২৬ জুলাই সমিতির বার্ষিক সাধারন সভায়।

বিষয়টি তারা তখনই পরিস্কার করবেন বলে জানান।

বয়কট হওয়া প্রসঙ্গে শিল্পী সমিতির নেতা রিয়াজ বাংলানিউজের সঙ্গে আলাপে আরও বলেন, ‘আমার ছবি প্রদর্শন না করেও যদি দেশের স্বার্থ তারা রক্ষা করেন, আমি কিছু মনে করবো না। ব্যক্তি রিয়াজের ওপর আক্রোশ কেন? আমি ব্যক্তিস্বার্থে কাজ করি না। চলচ্চিত্রের সামগ্রিক উন্নয়নে মাঠে নেমেছি। প্রতারণামূলক যে কোনও কাজের প্রতিবাদ করছি, ভবিষ্যতেও করবো। এ নিয়ে আমি ভীত বা চিন্তিত নই। ’

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।